নৈশভোজ সেরে রেস্তোরাঁর বাইরে বেরতেই শুরু হট্টগোল। তারকাকে ঘিরে ধরেন অনুরাগীরা। জনৈক ব্যক্তি হৃতিকের সঙ্গে ছবি তোলার জন্য এগিয়ে আসেন। আর তখনই তাঁকে সরিয়ে সাবাকে নিয়ে গাড়িতে উঠে যান অভিনেতা।
এই পুরো ঘটনাটির ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। অনুরাগীর প্রতি হৃতিকের এই আচরণ অনেকেই মেনে নিতে পারেননি। একজন লিখেছেন, 'উনি তো খুব ভদ্র ভাবে একটি সেলফি তোলার অনুরোধ করছিলেন। এ রকম আচরণ করার কী প্রয়োজন!' অন্য জনের বক্তব্য, 'আপনাকে দেখে লজ্জা করছে! আপনি তো শুধু না বলে দিলেই পারতেন। মানুষকে এ ভাবে ধাক্কা দেবেন না।"
আরও পড়ুন : বহু চেষ্টাতেও হয়নি সন্তানধারন, অবশেষে ৫৩ জন সন্তানের জন্মদাতার সঙ্গে যৌন সঙ্গমে মা হলেন যুবতী
আরও পড়ুন: লাইগার-এর পরিচালকের বাড়ির বাইরে ধর্নার হুমকি! টাকা ফেরতের দাবিতে মুখ খললেন পুরী
সাবার সঙ্গে হৃতিকের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা কিছু কম নয়। প্রথমে তাঁরা সেই গুঞ্জনে শিলমোহর বসাননি ঠিকই। কিন্তু এখন আর কোনও রাখঢাক নেই। একে অপরের প্রেমে বুঁদ তাঁরা।