হানি সিং জানিয়েছেন, আন্তর্জাতিক নম্বর থেকে ফোন কলে মারার হুমকি দেওয়া হয়েছে। আমি ভীষণই ভয়ে রয়েছি। এমনকী আমার গোটা পরিবার ভীত এই ঘটনায়। এরকম মৃত্যুর হুমকি আগে কখনও পাইনি। ফোন কল ছাড়াও একাধিক ভয়েস নোটও পেয়েছেন তিনি। হানি সিংয়ের অভিযোগের ভিত্তিতে কর্মকর্তা জানিয়েছেন, স্পেশাল সেল থানায় আইপিসির ৩৮৭ ধারা (ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখানো, তোলাবাজি করার জন্য) এবং ৫০৬ (অপরাধীকে ভয় দেখানো) এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে৷
advertisement
আরও পড়ুন- মৃত্যুভয়ে কাঁপছেন হানি সিং! খুনের হুমকি পেতেই পুলিশের দ্বারস্থ, কার নিশানায় ব়্যাপার?
আরও পড়ুন- এই বিশেষ প্রোমোর জন্য কত টাকা দর হাঁকিয়েছেন রেখা জানেন? শুনলে রাতের ঘুম উড়ে যাবে
হানি সিং নিজেও জানিয়েছেন, সব তথ্য প্রমাণ সহ দিল্লি পুলিশের কমিশনারকে জানিয়েছি। আমাকে যেন সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হয় সেকথা বলেছি। পুলিশের কাছে এটাই আবেদন, পুরো বিষয়টি যেন ভালভাবে তদন্ত করে দেখা হয়। তবে অভিযোগের ভিত্তিতে পুরোদমে তদন্ত চলছে৷ উল্লেখ্য, গোল্ডি ব্রার, যিনি সিধু মুসেওয়ালার মামলায় খুনে অভিযুক্ত। গোল্ডি ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন এবং তিনি বিএ স্নাতক। বর্তমানে কানাডায় থাকেন এবং সেখান থেকে পাঞ্জাবের একটি মডিউলের মাধ্যমে দূর থেকে কাজ করেন। ব্রারের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা বিচারাধীন। মুসেওয়ালা হত্যা মামলার চার্জশিট অনুযায়ী ব্রার হত্যার মূল পরিকল্পনাকারীও ছিলেন। সেই গোল্ডির থেকেই এবার প্রাণনাশের হুমকি পেলেন হানি সিং৷