Honey Singh Death Threat: মৃত্যুভয়ে কাঁপছেন হানি সিং! খুনের হুমকি পেতেই পুলিশের দ্বারস্থ, কার নিশানায় ব়্যাপার?

Last Updated:
Honey Singh Death Threat: সলমন খানের পর এবারের নিশানায় হানি সিং৷ খুনের হুমকি পেলেন জনপ্রিয় ব়্যাপার৷ প্রাণনাশের হুমকি পেতেই তড়িঘড়ি দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি৷
1/5
সলমন খানের পর এবারের নিশানায় হানি সিং৷ খুনের হুমকি পেলেন জনপ্রিয় ব়্যাপার৷ প্রাণনাশের হুমকি পেতেই তড়িঘড়ি দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি৷
সলমন খানের পর এবারের নিশানায় হানি সিং৷ খুনের হুমকি পেলেন জনপ্রিয় ব়্যাপার৷ প্রাণনাশের হুমকি পেতেই তড়িঘড়ি দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি৷
advertisement
2/5
গত বুধবার দিল্লি পুলিশের হেডকোয়ার্টারে দেখা যায়া হানি সিং৷ মুখে চোখে আতঙ্ক, মৃত্যুভয়৷ তড়িঘড়ি করে ভিতরে ঢোকেন তিনি৷ তবে কার থেকে হুমকি পেলেন হানি সিং? বাড়ছে জল্পনা৷
গত বুধবার দিল্লি পুলিশের হেডকোয়ার্টারে দেখা যায়া হানি সিং৷ মুখে চোখে আতঙ্ক, মৃত্যুভয়৷ তড়িঘড়ি করে ভিতরে ঢোকেন তিনি৷ তবে কার থেকে হুমকি পেলেন হানি সিং? বাড়ছে জল্পনা৷
advertisement
3/5
সিধু মুসেওয়ালার খুনে অভিযুক্ত গোল্ডি ব্রারের কাছ থেকেই নাকি প্রাণনাশের হুমকি পেয়েছেন হানি সিং। তিনি জানিয়েছেন, ফোন করে তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন লরেন্সের এই সহযোগী।
সিধু মুসেওয়ালার খুনে অভিযুক্ত গোল্ডি ব্রারের কাছ থেকেই নাকি প্রাণনাশের হুমকি পেয়েছেন হানি সিং। তিনি জানিয়েছেন, ফোন করে তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন লরেন্সের এই সহযোগী।
advertisement
4/5
হানি সিং জানিয়েছেন, আন্তর্জাতিক নম্বর থেকে ফোন কলে মারার হুমকি দেওয়া হয়েছে। আমি ভীষণই ভয়ে রয়েছি। এমনকী আমার গোটা পরিবার ভীত এই ঘটনায়। এরকম মৃত্যুর হুমকি আগে কখনও পাইনি।
হানি সিং জানিয়েছেন, আন্তর্জাতিক নম্বর থেকে ফোন কলে মারার হুমকি দেওয়া হয়েছে। আমি ভীষণই ভয়ে রয়েছি। এমনকী আমার গোটা পরিবার ভীত এই ঘটনায়। এরকম মৃত্যুর হুমকি আগে কখনও পাইনি।
advertisement
5/5
হানি সিং নিজে জানিয়েছেন, সব তথ্য প্রমাণ সহ দিল্লি পুলিশের কমিশনারকে জানিয়েছি। আমাকে যেন সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হয় সেকথা বলেছি। পুলিশের কাছে এটাই আবেদন, পুরো বিষয়টি যেন ভালভাবে তদন্ত করে দেখা হয়। ফোন কল ছাড়াও একাধিক ভয়েস নোটও পেয়েছেন তিনি।
হানি সিং নিজে জানিয়েছেন, সব তথ্য প্রমাণ সহ দিল্লি পুলিশের কমিশনারকে জানিয়েছি। আমাকে যেন সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হয় সেকথা বলেছি। পুলিশের কাছে এটাই আবেদন, পুরো বিষয়টি যেন ভালভাবে তদন্ত করে দেখা হয়। ফোন কল ছাড়াও একাধিক ভয়েস নোটও পেয়েছেন তিনি।
advertisement
advertisement
advertisement