TRENDING:

Hok Kolorob Lyricist Passes Away : 'হোক কলরব'-গানের স্রষ্টা প্রয়াত ! গভীর শোকের ছায়া বাংলাদেশ-সহ কলকাতার সঙ্গীত জগতে!

Last Updated:

Hok Kolorob Lyricist Passes Away : গভীর শোকের ছায়া সঙ্গীত জগতে! হোক কলরব ছাড়াও 'ধূসর মেঘ’, ‘ঘুম’, ‘রোদ বলেছে হবে’, ‘একটা মেয়ে’-র মতো বহু গান তাঁর লেখা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাংলাদেশ: ‘হোক কলরব ফুলগুলো সব, লাল না হয়ে নীল হল ক্যান/ অসম্ভবে কখন কবে, মেঘের সাথে মিল হল ক্যান…” এই গান তো নিশ্চয় সকলে শুনেছেন! বাংলাদেশের জনপ্রিয় গায়ক অর্ণবের গাওয়া এই গান সকলের জানা। এমনকি ‘হোক কলরব’ এই গানের এই দুটি শব্দ আজও ভোলেনি যাদবপুর! এক সময়ের সব থেকে বড় স্লোগান এই ‘হোক কলরব’! কিন্তু অনেকেই জানেন না এই গান কিন্তু অর্ণবের লেখা নয়। গানটি লিখেছিলেন রাজীব আশরাফ! আড়ালে থেকে একের পর এক গান লিখেছেন তিনি। তাঁর বয়স মাত্র ৩৮ বছর। আর এই কম বয়সেই চীরকালের জন্য থেমে গেলেন আশরাফ! শুক্রবার সকালে শ্বাসকষ্ট-জনিত সমস্যায় শেষ নিশ্বাস তগ্যাগ করেছেন এই কবি ও গীতিকার! শোকের ছায়া নেমেছে গোটা বাংলাদেশের সঙ্গীত জগতে।
advertisement

জানা গিয়েছে, রাজীব আশরাফ ছোটবেলা থেকেই অ্যাজমাটিক সমস্যায় ভুগছিলেন। তাই সব সময় চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর তাঁর শ্বাসকষ্ট বাড়ে। এরপর তাঁকে একটি হাসপাতালে ভর্তির চেষ্টা করা হয়। কিন্তু ভর্তি করা যায় না। অ্যাম্বুলেন্সে করে আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও ভর্তি করানো সম্ভব হয়নি। রাত সাড়ে ১০টা নাগাদ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়! এর পরের দিন সকালেই মৃত্যু হয় রাজীবের। শোকে ভেঙে পড়েছেন তাঁর দিদি কনক। তিনি সকলকে জানান রাজীবের মৃত্যুর কথা!

advertisement

আরও পড়ুন:  ‘শ্রাদ্ধ বাড়ির ব্লগ’! চড়া মেক-আপ! সানগ্লাস! শ্রাদ্ধ বাড়িতে চুটিয়ে মজা! তরুণীর কাণ্ড মুহূর্তে ভাইরাল

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

অর্ণবের গাওয়া ‘হোক কলরব’ ছাড়াও ‘ধূসর মেঘ’, ‘ঘুম’, ‘রোদ বলেছে হবে’, ‘একটা মেয়ে’, ‘প্রতিধ্বনি’, ‘মন খারাপের একটা সকাল’, ‘কে আমি’, ‘ইট কাঠ পাথরের’, ‘যখন জোনাক জ্বলে’, ‘নাম ছিল না’, ‘বিভ্রম’ প্রভৃতি রাজীবের লেখা জনপ্রিয় গান। এ ছাড়া ‘ভালবাসি তাই ভালবেসে যাই’, ‘এই আমার শহর’, ‘যাযাবর পাখনা’, ‘এই যাত্রার শেষ কোথায় অজানা’, ‘নিঝুম রাতের তারা’, ‘প্রহর’ তাঁর লেখা জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম। ‘ধরেছি রহস্যাবৃত মহাকাল’ তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। চলচ্চিত্রের গানও লিখেছেন রাজীব আশরাফ। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবিতে অর্ণব গেয়েছেন রাজীবের লেখা ‘বোকা চাঁদ’ গানটি। তাঁর লেখা গান রয়েছে ‘আয়নাবাজি’ চলচ্চিত্রেও। রাজীবের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা সঙ্গীত জগত! গভীর শোক প্রকাশ করেছেন গায়ক অর্ণবও!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Hok Kolorob Lyricist Passes Away : 'হোক কলরব'-গানের স্রষ্টা প্রয়াত ! গভীর শোকের ছায়া বাংলাদেশ-সহ কলকাতার সঙ্গীত জগতে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল