Viral Video: 'শ্রাদ্ধ বাড়ির ব্লগ'! চড়া মেক-আপ! সানগ্লাস! শ্রাদ্ধ বাড়িতে চুটিয়ে মজা! তরুণীর কাণ্ড মুহূর্তে ভাইরাল

Last Updated:

Viral Video: শ্রাদ্ধ বাড়িতে গিয়ে এসব কী করলেন তরুণী? মুহূর্তে ভাইরাল ভিডিও

কলকাতা: সোশ্যাল মিডিয়া আসার পর থেকেই মানুষের জীবন অনেকটা বদলে গিয়েছে। স্মার্ট ফোনের দৌলতে এখন সবাই সব কিছু মুহূর্তের মধ্যে জেনে নেয়! সেই সঙ্গে এখন সেলফি, ভাইরাল ভিডিও এই সব শব্দগুলোকেও মানুষ চিনেছে। তাছাড়া এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রোজগারের রাস্তাও পেয়েছেন অনেকে। ইউটিউবার, এবং ব্লগারদের ছড়াছড়ি। কেউ নাচ করছেন। কেউ রোজকার জীবনে কী খাচ্ছে, কী পরছে, কোথায় যাচ্ছে সব কিছুই তুলে ধরছে নিজেদের পেজ বা চ্যানেলে! আর এতে এক একজনের সাবসক্রাইবার বাড়ছে। যত সাবসক্রাইবার তত টাকা! আর এই খেলায় মেতে কোন বিষয় নিয়ে কন্টেন্ট বানানো উচিত আর কোনটা নিয়ে কন্টেন্ট বানানো উচিত নয়, তা ভুলতে বসেছে একটা গোটা সমাজ! আর ঠিক এই কারণে এখন সোশ্যাল মাধ্যমে তুমুল চর্চায় এসেছেন এক তরুণী!
সম্প্রতি সেই তরুণী তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি নিজেকে ব্লগার বলেই পরিচয় দেন। বহু মানুষ তাকে ফলোও করে। তবে সমস্যা হল তরুণী যে ভিডিওটি বানিয়েছে তা নিয়ে। আর এই ভিডিও দেখলে সত্যিই হতবাক হতে হয়। ওই তরুণী চড়া মেক-আপ, হাই হিল, ও সুন্দর একটি পোশাক পরে কীভাবে শ্রাদ্ধ বাড়ি গেল, এবং কী খেল, কতটা মজা হল তা নিয়ে ভিডিও বানিয়ে ফেলেছে। যা দেখে হেসে কুটিপাটি বহু মানুষ।
advertisement
আরও পড়ুন: 
advertisement
ইতিমধ্যে এই ভিডিও নিয়ে মজাদার মিমও তৈরি হয়েছে। হু-হু করে ভাইরাল সেই ভিডিও। এই তরুণীর শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেখে নেটদুনিয়ায় শুরু হয়েছে হাসির রোল। সুমি রায় নামক ওই তরুণীর এস রায়ের লাইফস্টাইল চ্যানেলে ভিডিয়োটি পোস্টটি করে। যা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

View this post on Instagram

A post shared by Sumi Roy (@roysumi342)

advertisement
সেই ব্লগে কী আছে? ক্যাপশনে লেখা ‘শ্রাদ্ধ বাড়ির ব্লগ’! তবে সেই ব্লগ দেখে বোঝার উপায় নেই যে সে শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছে। ভিডিয়োর শুরুতেই নিজের মেকআপ, পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ-পর্ব সেরে নেয় তরুণী। স্টাইলিশ ফুল স্লিভ টপ এবং কালো স্কার্ট পরে থাকে সে। সঙ্গে কানে বড় ঝুমকো, চোখে সানগ্লাস, ডার্ক লিপস্টিক আর চড়া মেকআপ। এতপরেই টোটো চেপে সে যায় শ্রাদ্ধ বাড়ি। এবং সেখানে গিয়ে সবার সঙ্গে আলাপ করায়। কী খেল সে সব দেখায়! আর এই ভিডিও নিয়েই শুরু হয়েছে ট্রোলিং। বহু মানুষ ভিডিওটি দেখেই রেগে গিয়েছেন। তবে কেউ বলেছেন, বাচ্চা মেয়ে। বুঝতে পারেনি এই বিষয় নিয়ে এমন ভিডিও করা উচিত কিনা! যদিও সে বিষয়ে কিছুই মন্তব্য করেনি ওই তরুণী। তবে আপাতত তার ব্লগ এবং সে দুজনেই তুমুল ভাইরাল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ফলোয়ার সংখ্যা!
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: 'শ্রাদ্ধ বাড়ির ব্লগ'! চড়া মেক-আপ! সানগ্লাস! শ্রাদ্ধ বাড়িতে চুটিয়ে মজা! তরুণীর কাণ্ড মুহূর্তে ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement