সোমবার সোশাল মিডিয়ায় নানা ছোট ছোট ঝলকে হইচই শেয়ার করে নিয়েছে দর্শকদের সঙ্গে। তাদের পক্ষ থেকে ১৪টি নতুন ওয়েব সিরিজ ও ৫টি সিরিজের দ্বিতীয় পার্ট আসছে বলে জানানো হয়েছে। তবে এখানেই শেষ নয় ৷ থাকছে আরও বড় চমক। ‘মহানগর’, ‘কারাগার’ মতো বহু বাংলাদেশের সিরিজে এপার বাংলার দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। তাঁদের জন্য হইচই দিল সুখবর, বাংলাদেশের ৫টি নতুন সিরিজও আসছে এই বছর৷
advertisement
আরও পড়ুন : পয়লা বৈশাখ মানেই ঠাকুরমা, গনেশের মুখ আঁকা ক্যালেন্ডার আর গাজনের মেলায় ঘুরতে যাওয়ার স্মৃতি: ঊষসী
অভিনেতা ঋত্বিক চক্রবর্তী আবারও ফিরছেন হইচইতে তবে গোরা হয়ে নয়, তাঁকে দেখা যাবে একজন আইনজীবীর চরিত্রে ৷ আসছে নতুন ওয়েব সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’। চলতি মাসের ২৬ তারিখ থেকেই শুরু হবে স্ট্রিমিং।
আরও পড়ুন : পয়লা বৈশাখ মানেই বাহারি মিষ্টি, হালখাতা! আরও এক নতুন দায়িত্ব জুড়ে গেল এবার: তৃণা
তাছাড়াও হইচই-তে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ ৷ ‘লজ্জা’র বিরাট সাফল্যের পর আবার পরিচালক অদিতি রায় ‘পরিণীতা’ নিয়ে ফিরছেন। এখানে মূল চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তী ও দেবচন্দ্রিমা সিংহরায়কে ৷ এছাড়াও খুব তাড়াতাড়ি মুক্তি পাবে দেবালয় ভট্টাচার্যের নতুন সিরিজ ‘বোকা বাক্সতে বন্দি’ ৷ মুখ্য চরিত্রে থাকবেন শোলাঙ্কি রায় ৷
পাশাপাশি, সৌভিক কুণ্ডু পরিচালিত ‘গুটিপোকা’য় দেখা যাবে পাওলি দাম ও সৌরভ চক্রবর্তীকে ৷ এগুলির সঙ্গে বেশ কিছু সিরিজের দ্বিতীয় পার্ট আসছে যেমন, ‘নষ্টনীড় ২’, সৌরভ চক্রবর্তী পরিচালিত ‘আবার রাজনীতি’ ও সাহানা দত্ত পরিচালিত ‘গভীর জলের মাছ ২’ ৷ বাংলাদেশের সিরিজেরও থাকছে বিরাট চমক। অনম বিশ্বাসের ‘রঙ্গিলা কিতাব’, সেখান মুখ্য ভূমিকায় থাকবেন পরীমণিকে ৷ এছাড়া জয়া আহসানের ‘জিম্মি’, মোশারফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’, মেহজাবীন চৌধুরীর ‘মিথ্যেবাদী’৷