TRENDING:

Bengali Web Series : পরীমণি থেকে পাওলি! নববর্ষে একগুচ্ছ সিরিজ নিয়ে হাজির 'হইচই'! তালিকায় থাকছে আরও বড় বড় চমক

Last Updated:

চেনা ছকের বাইরে একেবারে নতুন আঙ্গিকের গল্প নিয়ে আসছে হইচই। প্রেম থেকে রহস্য বা কোর্ট রুম ড্রামা নানা স্বাদের গল্প নিয়ে তৈরি হইচই ৷ নতুন বছরে একগুচ্ছ নতুন সিরিজের ঘোষণা করেছে হইচই। কী কী থাকছে তালিকায়? দেখে নিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : নববর্ষে মানেই নতুন উপহার, আর হইচইও দর্শকদের জন্য উপহারের ডালি সাজিয়ে হাজির। চেনা ছকের বাইরে একেবারে নতুন আঙ্গিকের গল্প নিয়ে আসছে হইচই। প্রেম থেকে রহস্য বা কোর্ট রুম ড্রামা নানা স্বাদের গল্প নিয়ে তৈরি হইচই ৷ নতুন বছরে একগুচ্ছ নতুন সিরিজের ঘোষণা করেছে হইচই। কী কী থাকছে তালিকায়? দেখে নিন
advertisement

সোমবার সোশাল মিডিয়ায় নানা ছোট ছোট ঝলকে হইচই শেয়ার করে নিয়েছে দর্শকদের সঙ্গে। তাদের পক্ষ থেকে ১৪টি নতুন ওয়েব সিরিজ ও ৫টি সিরিজের দ্বিতীয় পার্ট আসছে বলে জানানো হয়েছে। তবে এখানেই শেষ নয় ৷ থাকছে আরও বড় চমক। ‘মহানগর’, ‘কারাগার’ মতো বহু বাংলাদেশের সিরিজে এপার বাংলার দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। তাঁদের জন্য হইচই দিল সুখবর, বাংলাদেশের ৫টি নতুন সিরিজও আসছে এই বছর৷

advertisement

আরও পড়ুন : পয়লা বৈশাখ মানেই ঠাকুরমা, গনেশের মুখ আঁকা ক্যালেন্ডার আর গাজনের মেলায় ঘুরতে যাওয়ার স্মৃতি: ঊষসী

অভিনেতা ঋত্বিক চক্রবর্তী আবারও ফিরছেন হইচইতে তবে গোরা হয়ে নয়, তাঁকে দেখা যাবে একজন আইনজীবীর চরিত্রে ৷ আসছে নতুন ওয়েব সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’। চলতি মাসের ২৬ তারিখ থেকেই শুরু হবে স্ট্রিমিং।

advertisement

আরও পড়ুন : পয়লা বৈশাখ মানেই বাহারি মিষ্টি, হালখাতা! আরও এক নতুন দায়িত্ব জুড়ে গেল এবার: তৃণা

তাছাড়াও হইচই-তে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ ৷ ‘লজ্জা’র বিরাট সাফল্যের পর আবার পরিচালক অদিতি রায় ‘পরিণীতা’ নিয়ে ফিরছেন। এখানে মূল চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তী ও দেবচন্দ্রিমা সিংহরায়কে ৷ এছাড়াও খুব তাড়াতাড়ি মুক্তি পাবে দেবালয় ভট্টাচার্যের নতুন সিরিজ ‘বোকা বাক্সতে বন্দি’ ৷ মুখ্য চরিত্রে থাকবেন শোলাঙ্কি রায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

পাশাপাশি, সৌভিক কুণ্ডু পরিচালিত ‘গুটিপোকা’য় দেখা যাবে পাওলি দাম ও সৌরভ চক্রবর্তীকে ৷ এগুলির সঙ্গে বেশ কিছু সিরিজের দ্বিতীয় পার্ট আসছে যেমন, ‘নষ্টনীড় ২’, সৌরভ চক্রবর্তী পরিচালিত ‘আবার রাজনীতি’ ও সাহানা দত্ত পরিচালিত ‘গভীর জলের মাছ ২’ ৷ বাংলাদেশের সিরিজেরও থাকছে বিরাট চমক। অনম বিশ্বাসের ‘রঙ্গিলা কিতাব’, সেখান মুখ্য ভূমিকায় থাকবেন পরীমণিকে ৷ এছাড়া জয়া আহসানের ‘জিম্মি’, মোশারফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’, মেহজাবীন চৌধুরীর ‘মিথ্যেবাদী’৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Web Series : পরীমণি থেকে পাওলি! নববর্ষে একগুচ্ছ সিরিজ নিয়ে হাজির 'হইচই'! তালিকায় থাকছে আরও বড় বড় চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল