ধর্মেন্দ্রর মতোই অভিনয়ের ক্ষেত্রে আর কোনও ছুঁৎমার্গ রাখতে চান না হেমা মালিনী। এমনকি, পর্দায় চুম্বন দৃশ্যেও আপত্তি নেই ৭৪-এর অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে হেমা বলেন, “কেন করব না? নিশ্চয়ই করব। যদি ছবির সঙ্গে দৃশ্যটি মানানসই হয়, সুন্দর হয়, নিশ্চয়ই করব।”
‘রকি এবং রানি কি প্রেম কহানি’ এখনও দেখে উঠতে পারেননি হেমা। কিন্তু স্বামীর প্রশংসা করতে পিছপা হলেন না ‘ড্রিম গার্ল’। তাঁর কথায়, “আমি নিশ্চিত মানুষের এই ছবি ভাল লেগেছে। ধরমজির জন্য খুব খুশি। উনি ক্যামেরার সামনে থাকতে খুব ভালবাসেন।”
advertisement
আরও পড়ুন: ‘বিয়েটা চুক্তি হলেই ভাল হত’! বিচ্ছেদের গুঞ্জন সত্য়ি করেই কি আলাদা হচ্ছেন নীল-তৃণা
আরও পড়ুন: গদগদ প্রেম ভেঙে চুরমার! অর্জুনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে রহস্যময় পোস্ট মালাইকার
পর্দা থেকে বেশ কিছু বছর দূরে হেমা। তবে বর্ষীয়ান অভিনেত্রী জানিয়েছেন, কাজে আপত্তি নেই তাঁর। কিন্তু একমাত্র বয়সের সঙ্গে মানানসই চরিত্রেই অভিনয় করবেন তিনি। হেমার কথায়, “আমি নেতিবাচক চরিত্র করতে পারব না। কারণ আমি নেতিবাচক মানুষ নই। নিজেকে সে ভাবে ভাবতেও পারি না। আমি কারও জন্য খারাপ চিন্তা করি না। যে কোনও চরিত্র করতে পারি। কিন্তু এই ধরনের চরিত্র করতে পারব না। ইতিবাচক চরিত্র করতে চাই। যেখানে ইতিবাচক বার্তা থাকবে।”