Neel Bhattacharya-Trina Saha: 'বিয়েটা চুক্তি হলেই ভাল হত'! বিচ্ছেদের গুঞ্জন সত্য়ি করেই কি আলাদা হচ্ছেন নীল-তৃণা

Last Updated:
Neel Bhattacharya-Trina Saha: সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তারকা-দম্পতি। সেখানে দেখা যাচ্ছে, নীলকে হানিমুনে নিয়ে যাওয়ার জন্য আবদার করছেন তৃণা। কিন্তু স্ত্রীর সেই আবদার অবলীলায় উড়িয়ে দিলেন নীল।
1/5
তাঁদের সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। মাস কয়েক আগেই নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় ছিল টলিউড। সেই গুঞ্জনকে যদিও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন তাঁরা। কিন্তু এ বার প্রকাশ্যেই তৃণার আবদার উড়িয়ে দিলেন নীল।
তাঁদের সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। মাস কয়েক আগেই নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় ছিল টলিউড। সেই গুঞ্জনকে যদিও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন তাঁরা। কিন্তু এ বার প্রকাশ্যেই তৃণার আবদার উড়িয়ে দিলেন নীল।
advertisement
2/5
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তারকা-দম্পতি। সেখানে দেখা যাচ্ছে, নীলকে হানিমুনে নিয়ে যাওয়ার জন্য আবদার করছেন তৃণা। কিন্তু স্ত্রীর সেই আবদার অবলীলায় উড়িয়ে দিলেন নীল। জানালেন, একটি নির্দিষ্ট চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় তিনি কোথাও যেতে পারবেন না। ধারাবাহিকের শ্যুট করতে হবে তাঁকে।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তারকা-দম্পতি। সেখানে দেখা যাচ্ছে, নীলকে হানিমুনে নিয়ে যাওয়ার জন্য আবদার করছেন তৃণা। কিন্তু স্ত্রীর সেই আবদার অবলীলায় উড়িয়ে দিলেন নীল। জানালেন, একটি নির্দিষ্ট চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় তিনি কোথাও যেতে পারবেন না। ধারাবাহিকের শ্যুট করতে হবে তাঁকে।
advertisement
3/5
নীলের এ হেন কথায় খানিক চটেই যান তৃণা। রেগে গিয়ে বলেন, কাজের মতো তাঁদের বিয়েটাও চুক্তিবদ্ধ হওয়াই উচিত হল। তৃণার সঙ্গে যদিও একমত হননি নীল। তাঁর মতে, বিয়ে চুক্তিবদ্ধ হলে  সেখানে অর্থ থাকত। ভালবাসা থাকত না।
নীলের এ হেন কথায় খানিক চটেই যান তৃণা। রেগে গিয়ে বলেন, কাজের মতো তাঁদের বিয়েটাও চুক্তিবদ্ধ হওয়াই উচিত হল। তৃণার সঙ্গে যদিও একমত হননি নীল। তাঁর মতে, বিয়ে চুক্তিবদ্ধ হলে সেখানে অর্থ থাকত। ভালবাসা থাকত না।
advertisement
4/5
নীল-তৃণার এই কথোপকথনকে সত্যি বলে ধরে নেবেন না। স্টার জলসার নতুন ধারাবাহিক 'লাভ বিয়ে আজকাল'-এর প্রচারের জন্যই এই ভিডিও তৈরি করেছেন তাঁরা।
নীল-তৃণার এই কথোপকথনকে সত্যি বলে ধরে নেবেন না। স্টার জলসার নতুন ধারাবাহিক 'লাভ বিয়ে আজকাল'-এর প্রচারের জন্যই এই ভিডিও তৈরি করেছেন তাঁরা।
advertisement
5/5
তাঁদের বিতণ্ডা প্রথমে সত্যি বলে মনে হলেও দর্শকদের পরে চমকে দেন তাঁরা।
তাঁদের বিতণ্ডা প্রথমে সত্যি বলে মনে হলেও দর্শকদের পরে চমকে দেন তাঁরা।
advertisement
advertisement
advertisement