TRENDING:

Happy Birthday Sonu Nigam: ৫০-এ পা সোনুর, অশান্তি মিটিয়ে ভূষণ কুমারের সঙ্গে জন্মদিনে গ্র্যান্ড সেলিব্রেশন, ভিডিও ভাইরাল

Last Updated:

Happy Birthday Sonu Nigam: ৫০-এ পা দিলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম৷ সম্প্রতি গায়কের জন্মদিন সেলিব্রেশনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হয়েছে৷ যেখানে ভূষণ কুমারের সঙ্গে সোনুকে বার্থডে সেলিব্রেশন করতে দেখা গেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ৫০-এ পা দিলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম৷ প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ সম্প্রতি গায়কের জন্মদিন সেলিব্রেশনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হয়েছে৷ যেখানে ভূষণ কুমারের সঙ্গে সোনুকে বার্থডে সেলিব্রেশন করতে দেখা গেছে৷ এছাড়াও ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন সোনুর এই গ্র্যান্ড পার্টিতে৷
advertisement

পাপারাৎজির শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, সোনুকে জন্মদিনের অনুষ্ঠানে ভূষণ কুমার শুভেচ্ছা জানাচ্ছেন। অন্যদের সঙ্গে যোগ দেওয়ার আগে দুজনে শুভেচ্ছা বিনিময়ও করেন। সোনুকে একটি বিশাল কেক কাটতে দেখা গেছে৷ কেক কাটার সময়ও ভূষণ তার পাশে দাঁড়িয়েছিলেন। তারপরই গায়ক শ্যাম্পেনের বোতলও খোলেন এবং সকলের মুখে ঢেলে দেন৷ মিকা সিংয়ের উপস্থিতিও নজর কেড়েছে সোনুর জন্মদিনে৷ ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷

advertisement

আরও পড়ুন- ৮৭-তেও শাবানার ঠোঁটে ঠোঁট রেখে গাঢ় চুম্বন! ‘রোম্যান্সের কোনও বয়স নেই’, জানালেন ধর্মেন্দ্র

আরও পড়ুন-হাঁটুর বয়সী প্রেমিকার সঙ্গে গদগদ প্রেম, হৃতিককে কাছে পেয়ে এ কী বললেন সাবা?

গায়ক সোনু নিগম এবং ভূষণ কুমার তাদের দীর্ঘদিনের লড়াই অবশেষে ৩ বছর পর মিটিয়ে নিয়েছেন৷ জনপ্রিয় প্লেব্যাক গায়ক এবং টি-সিরিজের কর্মকর্তা ভূষণের সঙ্গে ২০২০ সালে বিরাট ঝামেলার সৃষ্টি হয়েছিল৷ সোনু সোশ্যাল মিডিয়ায় মিউজিক মাফিয়াদের নিয়ে একটি পোস্ট করেছিলেন৷ অনেকেই সেই পোস্ট দেখে ভেবে নিয়েছিলেন ভূষণের কথা৷ যদিও কারোর নাম না নিয়েই পোস্টটি করেছিলেন সোনু নিগম৷ তারপরই সঙ্গীত জগতের স্বজনপোষণ নিয়ে অন্য গায়করাও মুখ খুলেছিলেন৷ ভূষণ পুরো ব্যাপার নিয়ে স্পিকটি নট থাকলেও স্ত্রী দিব্যা খোসলা কুমার এই দাবির তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে বলেছিলেন, তার প্রয়াত শ্বশুর গুলশন কুমারের জন্যই কেরিয়ারে আজ এই জায়গায় পৌঁছেছেন সোনু নিগম৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

সংবাদমাধ্যম সূত্রের খবর, লাল সিং চাড্ডার আগে সোনু নিগম টি-সিরিজের সঙ্গে সমস্ত মতবিরোধ থাকা সত্ত্বেও কাজ করতে রাজি হয়েছিলেন শুধুমাত্র আমির খানের জন্য।এরপরই ভূষণ নিজে কথা বলার উদ্যোগ নেন এবং দুই পক্ষই যৌথ সিদ্ধান্ত নেন কথা বলে পুরনো সমস্ত ঝামেলা মিটিয়ে নেওয়ার। তারপরই সোনু রাজি হয়ে যান শেহজাদা-র জন্য গান গাইতে। সিনেমার সহ প্রযোজক ছিলেন ভূষণ এবং সংগীত পরিচালক প্রীতম। ছবির টাইটেল ট্র্যাকটি আসে সোনুর গালতে। তারপর থেকে এখন অবধি পর্যন্ত সবকিছু ঠিকই আছে সোনু ও ভূষণের। গায়কের জন্মদিনে সেই প্রমাণও মিলল৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Happy Birthday Sonu Nigam: ৫০-এ পা সোনুর, অশান্তি মিটিয়ে ভূষণ কুমারের সঙ্গে জন্মদিনে গ্র্যান্ড সেলিব্রেশন, ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল