kissing Scene: ৮৭-তেও শাবানার ঠোঁটে ঠোঁট রেখে গাঢ় চুম্বন! 'রোম্যান্সের কোনও বয়স নেই', জানালেন ধর্মেন্দ্র
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
kissing Scene: আলিয়া ভাট ও রণবীর সিংয়ের রোম্যান্সের চেয়েও বেশি চর্চায় রয়েছে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র ও শাবানা আজমির গাঢ় চুম্বন৷ এই বয়সে এসে পর্দায় শাবানাকে চুম্বন নিয়ে প্রথমবার মুখ খুলেছেন অভিনেতা৷
মুম্বই: দীর্ঘ সাত বছরের বিরতির পর রকি অউর রানি কি প্রেম কাহানি দিয়ে কামব্যাক করেছেন চলচ্চিত্র পরিচালক করণ জোহর। শুরু থেকেই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে ছিল দর্শকদের৷ মুক্তি পাওয়ার পর ছবিটি দর্শকদের পাশাপাশি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।ছবিতে আলিয়া ভাট ও রণবীর সিংয়ের রোম্যান্সের চেয়েও বেশি চর্চায় রয়েছে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র ও শাবানা আজমির গাঢ় চুম্বন৷ এই ছবিতেই এক অপরের হারিয়ে যাওয়া প্রেমিক- প্রেমিকার চরিত্রে দেখা গেছে তাঁদের৷ তবে এই বয়সে এসে পর্দায় শাবানাকে চুম্বন নিয়ে প্রথমবার মুখ খুলেছেন অভিনেতা৷
নিউজ ১৮ -কে দেওয়া সাক্ষাৎকারে ধর্মেন্দ্র চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুলে বলেন, ‘আমি শুনছি যে শাবানা এবং আমি চুম্বন দৃশ্য দিয়ে দর্শকদের চমকে দিয়েছি, একইসঙ্গে প্রশংসাও পেয়েছি। আমি মনে করি লোকেরা এটি আশা করেনি এবং এটি খুব হঠাৎ করেই ঘটেছিল যার কারণে এটি একটি প্রভাব তৈরি করেছে। শেষবার আমি নাফিসা আলির সঙ্গে লাইফ ইন এ মেট্রোতে চুম্বনের দৃশ্য করেছি এবং সেই সময়েও দর্শকদের প্রশংসা পেয়েছিল।’
advertisement
advertisement
৮৭ বছর বয়সী অভিনেতা আরও বলেছেন, ‘করণ যখন আমাদের কাছে দৃশ্যটি বর্ণনা করেছিলেন, তখন আমি উত্তেজিত হইনি বরং হেসেছিলাম। আমরা এটি বুঝতে পেরেছিলাম যে এটি এমন কিছু যা চলচ্চিত্রের প্রয়োজন ছিল এবং জোর করে রাখা হয়নি এবং আমি বলেছিলাম আমি এটি করব। এছাড়াও, আমি বিশ্বাস করি রোম্যান্সের কোন বয়স নেই। বয়স কেবলমাত্র একটি সংখ্যা এবং বয়স নির্বিশেষে দু’জন মানুষ চুম্বনের মাধ্যমে একে অপরের প্রতি তাদের ভালবাসা প্রদর্শন করবে। শাবানা এবং আমি দু’জনেই এটি করার সময় কোনও ধরণের অস্বস্তি অনুভব করিনি কারণ এটি খুব নান্দনিকভাবে শ্যুট করা হয়েছিল।’
advertisement
ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে ধর্মেন্দ্র বলেছেন, ‘আমি সবসময় মনে করি যে আমি আরও ভাল করতে পারতাম । কিন্তু করণ একটি চমৎকার ছবি তৈরি করেছেন এবং তিনি একজন ভাল পরিচালক। এটি তার সঙ্গে আমার প্রথম সহযোগিতা ছিল এবং আমি এটি পুরোপুরি উপভোগ করেছি। সব অভিনেতা সত্যিই ভাল অভিনয় করেছেন৷ রণবীর অসাধারণ এবং আলিয়া এমনই একজন স্বাভাবিক অভিনেতা। ছবিতে শাবানা দুর্দান্ত এবং জয়াও যাকে আমি সবসময় আমার গুড্ডি বলে উল্লেখ করি। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে গিয়েছে এবং আমি আশা করি দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখবে এবং তাদের ভালবাসা অব্যাহত রাখবে।’
advertisement
রকি অউর রানি কি প্রেম কাহানির পর, পরিচালক শ্রীরাম রাঘবন এবং অভিনেতা জনি গাদ্দারের ছবিতে দেখা যাবে ধর্মেন্দ্রকে৷ এটি একজন শহিদ সৈনিকের বায়োপিক যাতে অগস্ত্য নন্দাও রয়েছে। ধর্মেন্দ্র এই ছবি প্রসঙ্গে বলেন, ‘এটি একটি সুন্দর চলচ্চিত্র এবং আমি বর্তমানে এটির শুটিং উপভোগ করছি। আমি ক্যামেরা পছন্দ করি এবং সবসময় এটির সামনে থাকতেও ভালবাসি। আমার স্বাস্থ্য আমাকে অনুমতি না দেওয়া পর্যন্ত আমি কাজ চালিয়ে যাব।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2023 8:07 AM IST