ইংরেজিতে "লাস্ট ফিল্ম শো"। প্যান নলিন পরিচালিত সিনেমাটি ১৪অক্টোবর সারাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি প্রযোজনা করেছে সিদ্ধার্থ রায় কাপুরের ব্যানার রায় কাপুর ফিল্মস, জুগাদ মোশন পিকচার্স, মনসুন ফিল্মস, ছেলো শো এলএলপি, এবং মার্ক ডুয়েল। ভাবিন রাবারি, ভাবেশ শ্রীমালি, রিচা মীনা, দীপেন রাভাল এবং পরেশ মেহতা অভিনীত এই সিনেমাটি গত বছরের জুনে ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল।
advertisement
আরও পড়ুন: প্রকাশ্যে মহিলা ভক্তকে আবেগপূর্ণ চুম্বন! লাস ভেগাসে কনসার্টে ভাইরাল স্প্যানিশ গায়ক এনরিক, রইল ভিডিও
আরও পড়ুন: জ্বর ছিল, কিন্তু হাল ছাড়িনি! মহালয়ায় 'মহিষাসুরমর্দিনী' হয়ে ওঠার গল্প শোনালেন ঋতুপর্ণা
গ্রামীণ গুজরাতে ছোটবেলায় সিনেমার প্রেমে পড়ার নলিনের নিজের স্মৃতি থেকে ছবিটি অনুপ্রাণিত। এটি স্পেনের ৬৬তম ভ্যালাডোলিড ফিল্ম ফেস্টিভ্যালে 'গোল্ডেন স্পাইক' সহ একাধিক পুরষ্কার জিতেছে।