জ্বর ছিল, কিন্তু হাল ছাড়িনি! মহালয়ায় 'মহিষাসুরমর্দিনী' হয়ে ওঠার গল্প শোনালেন ঋতুপর্ণা

Last Updated:

Rituparna Sengupta : আমার চুল আঁকতে, ত্রিনয়নী আঁকতে ইত্যাদি লোকসহ ২০-২৫ জন লোক ছিল

#কলকাতা: চারিদিকে একটা পুজো পুজো গন্ধ। মহালয়ার সকাল... বিরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া... আশ্বিনের শারদ প্রাতে... আর কিছুদিনেরই অপেক্ষা। প্রথমবারের জন্য ছোটপর্দায় মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)।
অভিনেত্রীর ছোটবেলায় 'মহালয়ার স্মৃতি' বললে কী মনে পড়ে?
-আমার মনে আছে আমার ঠাকুরমা (ঠাকুমা) আমাকে জাগিয়ে তুলতেন এবং আমরা বীরেন্দ্র কিশোর ভদ্রের সুন্দর পরিবেশনা শুনতাম।
প্রথমবার মহালয়ায় মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে, অভিজ্ঞতা কেমন?
-হ্যাঁ, আমি স্টেজ শো করেছি। ছোট পর্দায় প্রথমবার দুর্গার চরিত্রে অভিনয় করছি। মানুষ এখন আমাকে ভিন্ন অবতারে দেখবে, আমি আগে যা করেছি তার থেকে একেবারেই আলাদা।
advertisement
advertisement
নতুন করে কী কী জানলেন ঋতুপর্ণা সেনগুপ্ত মহলয়ার শ্য়ুট থেকে?
-দেবী দোষমোহবিদ্যা সতী এবং তাঁর দোষ-মোহাবিদ্যা অবতারের গল্প বর্ণনা করবে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই সমস্ত গল্প সম্পর্কে আরও জানতে পেরেছি। পুরো টিম অনেক পরিশ্রম করেছে। টিমের প্রত্যেকেই, হেয়ার ড্রেসার থেকে শুরু করে কস্টিউম ডিজাইনার থেকে কোরিওগ্রাফার পর্যন্ত প্রত্যেকেই তাঁদের নিজস্ব উপায়ে অবদান রেখেছেন। আমার চুল আঁকতে, ত্রিনয়নী আঁকতে ইত্যাদি লোকসহ ২০-২৫ জন লোক ছিল। শ্যুট করার সময় আমার জ্বর থাকলেও আমি এত লোকের ভিড় দেখে খুব উৎসাহী হয়েছিলাম।
advertisement
প্রসঙ্গত, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২২ সালের দুর্গাপুজো (Durga Puja 2022) শুরু অক্টোবরের একেবারে প্রথম দিনেই। মহালয়া (Mahalaya 2022) পড়েছে ২৫ সেপ্টেম্বর, রবিবার। ২০২২ সালের শুক্রবার ৩০ সেপ্টেম্বর মহাপঞ্চমী। সেদিন থেকেই বাঙালির পুজো (Durga Puja 2022) শুরু।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জ্বর ছিল, কিন্তু হাল ছাড়িনি! মহালয়ায় 'মহিষাসুরমর্দিনী' হয়ে ওঠার গল্প শোনালেন ঋতুপর্ণা
Next Article
advertisement
Hong Kong Fire Update: মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
  • হংকংয়ের বহুতলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮৷

  • এখনও নিখোঁজ প্রায় দুশো জন৷

  • কীভাবে লাগল আগুন, শুরু তদন্ত৷

VIEW MORE
advertisement
advertisement