কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি টলিউড অভিনেত্রী তনুশ্রী

Last Updated:

Tanushree Chakraborty : কিডনিতে ইনফেকশন হয়েছিল অভিনেত্রীর। তবে আপাতত সুস্থ হয়েছেন অনেকটা

#কলকাতা : গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন টলিউড অভিনেত্রী তনুশ্রী। সূত্রের খবর, কিডনিতে ইনফেকশন হয়েছিল অভিনেত্রীর। তবে আপাতত সুস্থ হয়েছেন অনেকটা।
গত ১৭ সেপ্টেম্বর অসুস্থতার জন্য কলকাতারই এক বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভক্তরা বেশ ভয়েই ছিসেন। তবে এখন সম্পূর্ণ সুস্থ না হলেও উঠে বসতে পারছেন। ভক্তদের জন্য রইল অভিনেত্রীর একটা বর্তমান ছবি।
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই নিউজ১৮বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, "নিজের ব্যক্তিগত জীবন নিজের মধ্যেই রাখতে পছন্দ করি আমি। তাই প্রেম নিয়ে কখনওই মন্তব্য করতে চাই না।"
advertisement
তিনি আরও বলেন, "টলিউডের অন্যান্য নায়িকার তুলনায় আমার ছবির সংখ্যা একটু কম। কারণ আমি পরিমাণের তুলনায় মানের প্রতি বেশি যত্নবান। চিত্রনাট্য নিয়ে একটু খুঁতখুঁতে। একসঙ্গে একাধিক ছবি করি না, যাতে নিজের পারফর্ম্যান্সের দিকে নজর দিতে পারি। তবে গত দু'বছরে অনেক ছবিতে অভিনয় করে ফেলেছি। আর সদ্যই 'আবার বছর কুড়ি পরে'-র জন্য আমি সংবর্ধনা পেলাম বিদেশে গিয়ে৷ খুব ভাল লাগল দূর দেশে সম্মানিত হয়ে। ছবিটা লাস ভেগাসে নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে দেখানো হয়েছে। মোট তিনটি ছবি। সেরা অভিনেত্রীর পুরস্কার পাই। তার পরে ঘটনাচক্রে আমি নিউইয়র্কে বেড়াতে গিয়েছিলাম। ওখানকার সেনেটর, কয়েক জন কংগ্রেসমেন আমাকে পুরস্কৃত করেছেন, সংবর্ধনা দিয়েছেন। আবার নিউইয়র্কে যেতেও বলেছেন তাঁরা।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি টলিউড অভিনেত্রী তনুশ্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement