সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে সুনীতাকে দেখা যাচ্ছে গাঢ় সবুজ রঙের জরি-সুতোয় এম্ব্রয়ডারি করা শাড়িতে৷ তাঁর গলায় রয়েছে সোনার জমকালো নেকলেস৷ এছাড়া হাতে ধরে আছেন আরও একটি নেকলেস৷ জানিয়েছেন তাঁর করবা চৌথের উপহার হাজির৷ ক্যাপশনে লিখেছেন করিশ্মা কাপুরের বিপরীতে স্বামী গোবিন্দার সুপারহিট সিনেমা ‘হিরো নম্বর ওয়ান’-এর জনপ্রিয় গান ‘সোনা কিতনা সোনা হ্যায়’-এর গানের লাইন৷
advertisement
সুনীতার পার্বণী সাজের যোগ্য সঙ্গত তাঁর কপালের উজ্জ্বল লাল টিপ, নাকছাবি এবং কানে ভারী ঝোলা দুল৷ হাতের সবুজ চুড়ির সঙ্গে জ্বলজ্বল করছে একাধিক স্বর্ণাঙ্গুরীয়৷ দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে সুনীতা আরও একটি ভারী সোনার হার নিয়ে দাঁড়িয়ে আছেন৷ হাসিমুখে শেয়ার করেছেন করব চৌথে স্বামীর উপহার৷ সোশ্যাল মিডিয়ায় ট্যাগও করেছেন স্বামী গোবিন্দাকে৷ তাঁর এই পোস্ট ভেসে গিয়েছে ভক্ত তথা অনুরাগীদের শুভেচ্ছাবার্তায়৷
এই বছরের অগাস্টে, গোবিন্দা-সুনীতার ডিভোর্সের গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ যার ফলে তাঁদের সম্ভাব্য বিচ্ছেদ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় । তবে, গণপতি উৎসব উদযাপনের সময় এই দম্পতি সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটান। তাঁরা পাপারাজ্জিদের সামনে একসঙ্গে উপস্থিত হন৷ তাঁদের ঐক্যবদ্ধ এবং শক্তিশালী উপস্থিতিতে সব গুজব স্তব্ধ হয়ে যায়।
আরও পড়ুন : বিরল ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই শর্মিলা ঠাকুরের…কন্যা সোহার কথায় ফিরল সেই যন্ত্রণার স্মৃতি
সুনীতাকে পাপারাজ্জিদের বলতেও শোনা গিয়েছে, ‘‘পৃথিবীতে কারওরই সাহস নেই যেটা তাঁদের আলাদা করে ফেলতে পারে।’’ সেই সময়, গোবিন্দার ম্যানেজার শশী সিনহা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অভিনেতার বিবাহবিচ্ছেদের খবর উড়িয়ে দিয়েছিলেন। তিনি আরও বলেন যে সুনীতা আদালতে নথিপত্র দাখিল করলেও প্রাথমিক পর্যায়ে বিষয়টির সমাধান হয়ে গেছে এবং এখন দম্পতির মধ্যে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।