Sharmila Tagore's Lung Cancer: বিরল ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই শর্মিলা ঠাকুরের...কন্যা সোহার কথায় ফিরল সেই যন্ত্রণার স্মৃতি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Sharmila Tagore's Lung Cancer: তিনি বলেন, "আমার সবচেয়ে বড় ভয় হল অকালমৃত্যু এবং প্রিয়জনদের হারানো। আপনি অন্য সবকিছু সামলাতে পারেন। কিন্তু এগুলোই আমাকে বেশি প্রভাবিত করে। আমি সব সময় এটা নিয়ে ভাবি।"
জীবনের ভঙ্গুর সময়ে বেশি অনুভূত হয় ফ্যামিলি বন্ডিং এবং পরিবারের সদস্যদের সহমর্মিতা। বলছেন অভিনেত্রী সোহা আলি খান। সম্প্রতি সাংবাদিক তথা কনটেন্ট ক্রিয়েটর নয়নদীপ রক্ষিতের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন শর্মিলা-কন্যা৷ সেখানেই উঠে এসেছে তাঁর মনের আনাচে কানাচে লুকিয়ে থাকা আশা আশঙ্কার দোলাচল৷
সাংবাদিক এবং কন্টেন্ট স্রষ্টা নয়নদীপ রক্ষিতের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমার সবচেয়ে বড় ভয় হল অকালমৃত্যু এবং প্রিয়জনদের হারানো। আপনি অন্য সবকিছু সামলাতে পারেন। কিন্তু এগুলোই আমাকে বেশি প্রভাবিত করে। আমি সব সময় এটা নিয়ে ভাবি।”
অভিনেত্রীর উদ্বেগ গভীরভাবে ব্যক্তিগত। সোহার মা,কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর, ২০২৩ সালে ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করেছিলেন । সৌভাগ্যক্রমে,এটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা হয়েছিল। সোহা তাঁর অন্তরের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিরোধ এবং শনাক্তকরণ। এটি প্রাথমিক পর্যায়ে অলৌকিকভাবে ঘটেছিল।যার ফলেই আমরা আজ এই ফলাফল পেয়েছি।”
advertisement
advertisement
আরও পড়ুন : তিলে তিলে পচবে লিভার! বারোটা বাজবে শরীরের! এই ৩ খাবার বেশি খেলেই ফ্যাটি লিভার হবে আপনার বাচ্চার!
সোহা ব্যাখ্যা করলেন যে শর্মিলা ঠাকুরের রোগ নির্ণয়ের ফলে তাঁদের পরিবার কতটা ভাগ্যবান ছিল। তিনি বলেন, “আমার মা ছিলেন খুব কম সংখ্যক লোকের মধ্যে একজন যাঁদের ফুসফুসের ক্যানসার শূন্য পর্যায়ে ধরা পড়েছিল,এবং তাঁর ক্ষেত্রে কোনও কেমোথেরাপি ছিল না,কিছুই ছিল না। তাঁর শরীর থেকে এটি বাদ দেওয়া হয়েছিল এবং তিনি সৌভাগ্যক্রমে ঠিক আছেন।” মা শর্মিলা ঠাকুরের বিরল স্টেজ-জিরো ফুসফুসের ক্যানসার থেকে কেমোথেরাপি ছাড়াই আরোগ্য লাভের জন্য সোহা আলি খান কৃতজ্ঞ। প্রসঙ্গত শর্মিলা ঠাকুর ২০২৩ সালে স্টেজ ০ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন।
advertisement
স্টেজ জিরো ফুসফুস ক্যানসার কী?
পর্যায় ০ ফুসফুসের ক্যানসার বিরল। এই পর্যায়ে,অস্বাভাবিক কোষগুলি কেবল ফুসফুসের ভেতরের আস্তরণে পাওয়া যায় এবং গভীরে বা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে না। তাই যথা সময়ে উপযুক্ত চিকিৎসা প্রায়ই সহজ এবং প্রাথমিক হস্তক্ষেপে জীবন বাঁচাতে পারে। সোহা আলি খানের বাবা, প্রাক্তন ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি ২০১১ সালে ফুসফুসের তীব্র সংক্রমণ এবং শ্বাসযন্ত্রের ব্যর্থতার কারণে মারা যান। শর্মিলা এবং মনসুরের আরও দুটি সন্তান রয়েছেন-সইফ আলি খান এবং সাবা পতৌদি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2025 1:59 PM IST