Govinda: বিছানা অনেকদিন আগেই আলাদা, আর থাকেন না গোবিন্দার সঙ্গে, তবে কি ডিভোর্স পাকা? যা বললেন সুনীতা ...

Last Updated:
Govinda: চি চি আর আমি ১৫ বছর ধরে আলাদা বাড়িতে বাস করছি, কিন্তু সে এই বাড়িতে আসা-যাওয়া করে। এবং আজও আমি তাকে খুব ভালবাসি।
1/6
বিয়ে এবং তার বিচ্ছেদ দুই যথেষ্ট পরিমাণে সামাজিক মনোযোগ আকর্ষণ করে থাকে। বিয়েতে যেমন হইচই হয়, ডিভোর্স নিয়েও চলে একেবারে সমান সমান কানাকানি- হয়তো কিছু বেশি বই কম নয়। এবার দম্পতির দুজনেইঅথবা একজনও যদি সেলিব্রিটি হন, তাহলে তো হয়েই গেল! আর দেখতে হবে না, হোক বা না হোক, ডিভোর্সের জল্পনা আজ বাদে কাল উড়তেই থাকে বাতাসে।
বিয়ে এবং তার বিচ্ছেদ দুই যথেষ্ট পরিমাণে সামাজিক মনোযোগ আকর্ষণ করে থাকে। বিয়েতে যেমন হইচই হয়, ডিভোর্স নিয়েও চলে একেবারে সমান সমান কানাকানি- হয়তো কিছু বেশি বই কম নয়। এবার দম্পতির দুজনেইঅথবা একজনও যদি সেলিব্রিটি হন, তাহলে তো হয়েই গেল! আর দেখতে হবে না, হোক বা না হোক, ডিভোর্সের জল্পনা আজ বাদে কাল উড়তেই থাকে বাতাসে।
advertisement
2/6
বলিউডে এর প্রকৃষ্ট উদাহরণ এই প্রজন্মে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। খবর রটে, তাঁরা একসঙ্গে থাকেন না! শোনা যায়, তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে, তবে যে কোনও কারণেই হোক, বিষয়টা পাঁচকান করা হয়নি। মজার ব্যাপার, এই দম্পতির আগের প্রজন্মের এক ডাকসাইটে বলিউড নায়ককে নিয়েও কিন্তু ঠেক একই গুজব ভেসে বেড়ায়। তিনি আর কেউ নন- খোদ গোবিন্দা।
বলিউডে এর প্রকৃষ্ট উদাহরণ এই প্রজন্মে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। খবর রটে, তাঁরা একসঙ্গে থাকেন না! শোনা যায়, তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে, তবে যে কোনও কারণেই হোক, বিষয়টা পাঁচকান করা হয়নি। মজার ব্যাপার, এই দম্পতির আগের প্রজন্মের এক ডাকসাইটে বলিউড নায়ককে নিয়েও কিন্তু ঠেক একই গুজব ভেসে বেড়ায়। তিনি আর কেউ নন- খোদ গোবিন্দা।
advertisement
3/6
গোবিন্দা বরাবরই বিবাহিত নায়ক, নীলম কোঠারির সঙ্গে তাঁর প্রেম একসময়ে তুমুল হুলস্থূল ফেলেছিল। সংসারী পুরুষ ব্যাপারটা সামলে নেন, নীলমও বিয়ে করে থিতু হন জীবনে। কিন্তু গোবিন্দার ডিভোর্সের গুজব এখনও ফিকে হয়ে যায়নি। মাঝে জোরদার হয়েছিল। তার পরেই স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে নায়ককে গণেশ চতুর্থী উদযাপন করতে দেখা গেল। এর পরেই এক ইউটিউব ভ্লগে ডিভোর্স হয়েছে কী হয়নি, তা খোলসা করলেন সুনীতা স্বয়ং!
গোবিন্দা বরাবরই বিবাহিত নায়ক, নীলম কোঠারির সঙ্গে তাঁর প্রেম একসময়ে তুমুল হুলস্থূল ফেলেছিল। সংসারী পুরুষ ব্যাপারটা সামলে নেন, নীলমও বিয়ে করে থিতু হন জীবনে। কিন্তু গোবিন্দার ডিভোর্সের গুজব এখনও ফিকে হয়ে যায়নি। মাঝে জোরদার হয়েছিল। তার পরেই স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে নায়ককে গণেশ চতুর্থী উদযাপন করতে দেখা গেল। এর পরেই এক ইউটিউব ভ্লগে ডিভোর্স হয়েছে কী হয়নি, তা খোলসা করলেন সুনীতা স্বয়ং!
advertisement
4/6
সুনীতা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে তিনি আর গোবিন্দা মুখোমুখি দুই আলাদা বাড়িতে থাকেন। প্রায় ১৫ বছর হয়ে গেল তাঁরা একসঙ্গে থাকেন না। মেয়ে টিনা আর ছেলে যশবর্ধন থাকেন মায়ের কাছে। গোবিন্দা সেই বাড়িতে যাতায়াত করেন হামেশাই।
সুনীতা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে তিনি আর গোবিন্দা মুখোমুখি দুই আলাদা বাড়িতে থাকেন। প্রায় ১৫ বছর হয়ে গেল তাঁরা একসঙ্গে থাকেন না। মেয়ে টিনা আর ছেলে যশবর্ধন থাকেন মায়ের কাছে। গোবিন্দা সেই বাড়িতে যাতায়াত করেন হামেশাই।
advertisement
5/6
'সমস্যা হল পরিবারেই এমন লোক আছে যারা আমাকে আর গোবিন্দকে একসঙ্গে দেখতে চায় না। তারা ভাবে কেন আমাদের পরিবার এত সুখী, বিশেষ করে যখন থেকে আমি ছেলে-মেয়েদের নিয়ে চলে গিয়েছি। আমার বাচ্চারাই আমার বন্ধু,' একা থাকা এবং তার পরেও সুখে থাকার কারণ খোলসা করেছেন সুনীতা।
'সমস্যা হল পরিবারেই এমন লোক আছে যারা আমাকে আর গোবিন্দকে একসঙ্গে দেখতে চায় না। তারা ভাবে কেন আমাদের পরিবার এত সুখী, বিশেষ করে যখন থেকে আমি ছেলে-মেয়েদের নিয়ে চলে গিয়েছি। আমার বাচ্চারাই আমার বন্ধু,' একা থাকা এবং তার পরেও সুখে থাকার কারণ খোলসা করেছেন সুনীতা।
advertisement
6/6
'চি চি আর আমি ১৫ বছর ধরে আলাদা বাড়িতে বাস করছি, কিন্তু সে এই বাড়িতে আসা-যাওয়া করে। এবং আজও আমি তাকে খুব ভালবাসি। হ্যাঁ, প্রেমের গুজব শুনে শুনে ১০০% বিরক্ত। কিন্তু আমার জায়গাটাই শক্তিশালী, কারণ আমার সন্তান আছে,' তিনি আরও যোগ করেন। বুঝিয়ে দেন কেন তাঁর দাম্পত্যে চিড় ধরেনি!
'চি চি আর আমি ১৫ বছর ধরে আলাদা বাড়িতে বাস করছি, কিন্তু সে এই বাড়িতে আসা-যাওয়া করে। এবং আজও আমি তাকে খুব ভালবাসি। হ্যাঁ, প্রেমের গুজব শুনে শুনে ১০০% বিরক্ত। কিন্তু আমার জায়গাটাই শক্তিশালী, কারণ আমার সন্তান আছে,' তিনি আরও যোগ করেন। বুঝিয়ে দেন কেন তাঁর দাম্পত্যে চিড় ধরেনি!
advertisement
advertisement
advertisement