Govinda: বিছানা অনেকদিন আগেই আলাদা, আর থাকেন না গোবিন্দার সঙ্গে, তবে কি ডিভোর্স পাকা? যা বললেন সুনীতা ...
- Written by:Trending Desk
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Govinda: চি চি আর আমি ১৫ বছর ধরে আলাদা বাড়িতে বাস করছি, কিন্তু সে এই বাড়িতে আসা-যাওয়া করে। এবং আজও আমি তাকে খুব ভালবাসি।
বিয়ে এবং তার বিচ্ছেদ দুই যথেষ্ট পরিমাণে সামাজিক মনোযোগ আকর্ষণ করে থাকে। বিয়েতে যেমন হইচই হয়, ডিভোর্স নিয়েও চলে একেবারে সমান সমান কানাকানি- হয়তো কিছু বেশি বই কম নয়। এবার দম্পতির দুজনেইঅথবা একজনও যদি সেলিব্রিটি হন, তাহলে তো হয়েই গেল! আর দেখতে হবে না, হোক বা না হোক, ডিভোর্সের জল্পনা আজ বাদে কাল উড়তেই থাকে বাতাসে।
advertisement
বলিউডে এর প্রকৃষ্ট উদাহরণ এই প্রজন্মে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। খবর রটে, তাঁরা একসঙ্গে থাকেন না! শোনা যায়, তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে, তবে যে কোনও কারণেই হোক, বিষয়টা পাঁচকান করা হয়নি। মজার ব্যাপার, এই দম্পতির আগের প্রজন্মের এক ডাকসাইটে বলিউড নায়ককে নিয়েও কিন্তু ঠেক একই গুজব ভেসে বেড়ায়। তিনি আর কেউ নন- খোদ গোবিন্দা।
advertisement
গোবিন্দা বরাবরই বিবাহিত নায়ক, নীলম কোঠারির সঙ্গে তাঁর প্রেম একসময়ে তুমুল হুলস্থূল ফেলেছিল। সংসারী পুরুষ ব্যাপারটা সামলে নেন, নীলমও বিয়ে করে থিতু হন জীবনে। কিন্তু গোবিন্দার ডিভোর্সের গুজব এখনও ফিকে হয়ে যায়নি। মাঝে জোরদার হয়েছিল। তার পরেই স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে নায়ককে গণেশ চতুর্থী উদযাপন করতে দেখা গেল। এর পরেই এক ইউটিউব ভ্লগে ডিভোর্স হয়েছে কী হয়নি, তা খোলসা করলেন সুনীতা স্বয়ং!
advertisement
advertisement
advertisement









