স্বপ্না একটি লাল সালোয়ার কামিজে, সাদাসিধে সাজে বাড়তি মাত্রা দিয়েছে পিঠের লটকনটি ৷
তাঁর নাচের আদায় মজে মাতোয়ারা দর্শকরা স্টেজে উঠে টাকা- পয়সা বৃষ্টি করেন ৷ চোখের সামনে নিজেদের পছন্দের এই শিল্পীকে পেয়ে দর্শকরা সকলেই আহ্লাদিত ৷ আর দর্শকদের এই উৎসাহ আরও বাড়িয়ে দিচ্ছেন স্বপ্না তাঁদের প্রতি নিজের আবেগ দেখিয়ে ৷ সকলেই সুন্দরীর লটকা-ঝটকা-ঠুমকার মজা নিচ্ছেন চূড়ান্তভাবে ৷
advertisement
আরও পড়ুন - #Viral: সুযোগ বুঝে চট করে সারাকে চুমু, তারপর যা হল,দেখুন ভিডিও
পাশাপাশি দর্শকদের মন জয় করতে নিজের হট ডান্সে এনার্জির তড়কা দিচ্ছেন ৷ সব মিলিয়ে পরিস্থিত একেবারে জমে মালাই ৷ দেখে নিন ভাইরাল ভিডিও ৷
এই ভিডিও ইতিমধ্যেই দু'লক্ষের বেশি ভিউ হয়ে গেছে ৷ আর শেয়ারও হয়েছে দেদার ৷ নিজের গাওয়া হরিয়ানভি গানে স্বপ্নার নাচ তাঁর ফ্যানদের কাছে নিঃসন্দেহে চোখের আরাম ও মনের খোরাক ৷
আরও দেখুন