#মুম্বই: সইফ আলি খান ও করিনার পুত্র তৈমুর পাপারাজ্জিদের দারুণ পছন্দের ৷ তেমনিই সইফের প্রথমপক্ষের ছেলেমেয়েকেও এই ফটোগ্রাফরারা প্রতিমুহূর্তে ফলো করেন ৷ সইফ -অমৃতা কন্যা সারা আলি খান কেদারনাথ ছবি দিয়ে বলিউডে পা রাখার পর তাঁকে ঘিরে ক্রেজ আরও বেড়েছে ৷ যেমন সারা ভারতে সারা-র ফ্যানের সংখ্যা প্রবল তেমনিই তাঁকে ঘিরে পাপারাজ্জিদের দৌরাত্ম্যও কিছু কম নয় ৷
সম্প্রতি এক রাস্তা লোকের সামনে সারাকে চুমু খেয়ে নিলেন এক অচেনা ব্যক্তি ৷ সারা সাদা শর্ট টপ এবং কালো ও লাইম ইয়েলোর শর্টস পরে জিম থেকে বেরোন ৷ সারাকে এক ঝলক দেখার জন্য বহু ফ্যান সেখানে অপেক্ষা করছিলেন ৷ নিজের ফ্যানদের নিরাশও করেননি কেদারনাথ দিয়ে বলিউডে পা রাখা এই সুন্দরী অভিনেত্রী ৷ তিনিও ফ্যানদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে গাড়ির দিকে এগোতে থাকেন ৷ এরইফাঁকে এক দু'জনের সেলফি তোলার আবদারও রাখেন তিনি ৷বিপত্তি ঘটে এরপরেই ৷ দেখে নিন সেই মারাত্মক মুহূর্তের ভাইরাল ভিডিও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Sara Ali Khan, Viral Video, বলিউড, ভাইরাল ভিডিও, সারা আলি খান