#Viral: সুযোগ বুঝে চট করে সারাকে চুমু, তারপর যা হল,দেখুন ভিডিও

Last Updated:

সারা আলি এখন সারা দেশে প্রচুর যুবার হার্টথ্রব, আর সুযোগ বুঝে হট অভিনেত্রীকে ‘kiss’ করল যুবক

#মুম্বই: সইফ আলি খান ও করিনার পুত্র তৈমুর পাপারাজ্জিদের দারুণ পছন্দের ৷ তেমনিই সইফের প্রথমপক্ষের ছেলেমেয়েকেও এই ফটোগ্রাফরারা প্রতিমুহূর্তে ফলো করেন ৷ সইফ -অমৃতা কন্যা সারা আলি খান কেদারনাথ ছবি দিয়ে বলিউডে পা রাখার পর তাঁকে ঘিরে ক্রেজ আরও বেড়েছে ৷ যেমন সারা ভারতে সারা-র ফ্যানের সংখ্যা প্রবল তেমনিই তাঁকে ঘিরে পাপারাজ্জিদের দৌরাত্ম্যও কিছু কম নয় ৷
সম্প্রতি এক রাস্তা লোকের সামনে সারাকে চুমু খেয়ে নিলেন এক অচেনা ব্যক্তি ৷ সারা সাদা শর্ট টপ এবং কালো ও লাইম ইয়েলোর শর্টস পরে জিম থেকে বেরোন ৷ সারাকে এক ঝলক দেখার জন্য বহু ফ্যান সেখানে অপেক্ষা করছিলেন ৷ নিজের ফ্যানদের নিরাশও করেননি কেদারনাথ দিয়ে বলিউডে পা রাখা এই সুন্দরী অভিনেত্রী ৷ তিনিও ফ্যানদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে গাড়ির দিকে এগোতে  থাকেন ৷ এরইফাঁকে এক দু'জনের সেলফি তোলার আবদারও রাখেন তিনি ৷বিপত্তি ঘটে এরপরেই ৷ দেখে নিন সেই মারাত্মক মুহূর্তের ভাইরাল ভিডিও ৷
advertisement
advertisement
advertisement
সারা যখন সেলফি তুলতে ব্যস্ত ছিলেন তখন এক ব্যক্তি চট করে সারার হাতে চুমু খেয়ে চলে যান ৷ হঠাৎ ভক্তের ‘কিস’- এ চমকে যান সারা ৷ তবে দাপুটে অভিনেত্রী মুহূর্তেই সেই কিন্তু ভাব হাটিয়ে বাকি ফ্যানদের হাত জোড় করে প্রণাম করেন ৷
advertisement
অন্যদিকে মওকে পে চওকা মেরে যে ব্যক্তি সারাকে চুমু খান তাঁকে অবশ্য কোনও শাস্তি দেওয়ার কথা জানা যায়নি ৷ চুমু খাওয়ার পরেই সারা-র দেহরক্ষী তার দিকে তেড়ে গিয়ে তাকে ওই ভিড় থেকে সরিয়ে দেন ৷
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
#Viral: সুযোগ বুঝে চট করে সারাকে চুমু, তারপর যা হল,দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement