সুস্মিতা রায় বেশ জনপ্রিয় অভিনেত্রী৷ তবে তাঁর অভিনয় জগতে আসা এবং নিজেকে প্রতিষ্ঠা করার পিছনে রয়েছে খুবই করুণ গল্প৷ অভিনয়ের টানে তিনি গ্রাম ছেড়ে চলে আসেন শহর কলকাতায়৷ প্রথম দিকে কাজ পেলেও সেভাবে আয় হত না৷ এমনও সময় গিয়েছে তাঁর যখন তিনি রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে৷ তবে কখনও লড়াই থেকে পিছিয়ে যাননি৷ অভিনয়ের থেকে মুখ ফিরিয়ে নেননি৷ ধীরেধীরে তিনি বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷ এবং পেয়েছেন জনপ্রিয়তা৷ একের পর এক ভাল ভাল চরিত্রের অফার এসেছে তাঁর কাছে এবং তিনি তা খুব ভাল ভাবে ফুটিয়ে তুলেছেন৷ যার জেরে এখন তিনি সুপরিচিত সকলের কাছে৷
advertisement
কাজের মাঝে কিছুটা সময় রিল্যাক্স করছেন অভিনেত্রী৷ তাই তো পরিবার ও বন্ধুদের সঙ্গে চুটিয়ে করছেন আনন্দ৷ খাওয়া-দাওয়া, নাচ গান হৈ হুল্লোড় করতে দেখা গিয়েছে সুস্মিতাকে৷ আপনিও দেখুন সেই ভিডিও৷