TRENDING:

Raj Kundra Porn Case: রাজ কুন্দ্রার অফিসে মিলল এক 'রহস্যময় দেওয়াল'! আড়ালে রয়েছে কী?

Last Updated:

অশ্লীল ছবি মামলায় জড়িয়ে পড়ছেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা (Shilpa Shetty husband Raj Kundra)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty Husband) স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে সব রকম তথ্য প্রমাণ খুঁজছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Mumbai Crime branch)৷ পর্ন ছবি (Raj Kundra Porn case)বানানো থেকে শুরু করে আরও বড় কোনও প্ল্যান, সব কিছু নিয়েই তদন্ত চালাচ্ছে তদন্তকারী অফিসাররা৷ সূত্রের খবর,রাজ কুন্দ্রার অফিসে (Raj Kundra office Mystry Wall) এক রহস্যময় দেওয়ালের সন্ধান পেয়েছে পুলিশ! তার মধ্যে রাখা ছিল অনেক বাক্স । ক্রাইম ব্রাঞ্চ টিম ওই বাক্সে অনেকগুলি ফাইল খুঁজে পেয়েছে এবং সেই ফাইলগুলিও তদন্ত করা হচ্ছে।
advertisement

আরও পড়ুন Raj Kundra Porn Case:রাজ কুন্দ্রার অফিস থেকে গোপন আলমারি উদ্ধার, আরও তথ্য ফাঁসের অপেক্ষা?

রহস্যময় দেওয়ালে পাওয়া এই নথিগুলি যাচাই-বাছাইয়ের পরে সেখান থেকে কিছু এগ্রিমেন্টের পেপার পেয়েছে পুলিশ। এছাড়াও, কিছু কাগজ পত্র মিলেছে যা একেবারেই টাটকা৷ অর্থাৎ মনে করা হচ্ছে যে হালেই এই সব নথি তৈরি হয়েছিল৷ মানে রাজ কুন্দ্রার বিরুদ্ধে মামলা হওয়ার পর সম্ভবত এসব নথি তৈরি হয়েছে বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা৷ যদিও এ নিয়ে নিশ্চিত নন তারা৷

advertisement

সোমবার রাতে (১৯ জুলাই) মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ রাজ কুন্দ্রাকে পর্ন সিনেমা বানানো এবং কিছু অ্যাপের মাধ্যমে তা প্রচার করার জন্য গ্রেফতার করে। এর পরে তিনি ২৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে ছিলেন। মুম্বইয়ের এক আদালত শুক্রবার (২৩ জুলাই) রাজের পুলিশ হেফাজতে ২ জুলাই পর্যন্ত বাড়িয়েছে।

আরও পড়ুন Raj Kundra Pornography case: পর্ন ছবি তৈরি নিয়ে রাজ কুন্দ্রার মেগা প্ল্যান, মডেল থেকে ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে কথা

advertisement

ইতিমধ্যেই তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ৷ জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁর স্ত্রী অভিনেত্রী শিল্পা শেট্টিকে৷ স্বামীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন শিল্পা৷ পর্ন ও ইরোটিক ছবির মধ্যে পার্থক্য রয়েছে বলেছেন শিল্পা, এবং তিনি দাবি করেছেন যে কোনও অশ্লীল ছবি নয়, বরং কামধর্মী ছবি তৈরি করছিলেন রাজ৷

একই ভাবে রাজ কুন্দ্রার দুটি অফিস ভিয়ান (Viaan) এবং জেএল স্ট্রিম (JL Stream) অভিযান চালায় পুলিশ৷ মিলেছে এক গোপন আলমারি৷ এই আলমারি থেকে পুলিশের হাতে অনেকগুলি ফাইল এসেছে, যার থেকে বেশ কিছু গোপন তথ্য উদ্ধার হতে চলেছে বলে মনে করছে পুলিশ৷

advertisement

অশ্লীল ছবি মামলায় জড়িয়ে পড়ছেন রাজ কুন্দ্রা। গ্রেফতারের পর প্রতিদিনই তাঁর বিরুদ্ধে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ তাঁর বিরুদ্ধে নতুন নতুন তথ্য ও প্রমাণ পাচ্ছে। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দল রাজের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড়ে দ্রুত গতিতে এগোচ্ছে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Raj Kundra Porn Case: রাজ কুন্দ্রার অফিসে মিলল এক 'রহস্যময় দেওয়াল'! আড়ালে রয়েছে কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল