আরও পড়ুন Raj Kundra Porn Case:রাজ কুন্দ্রার অফিস থেকে গোপন আলমারি উদ্ধার, আরও তথ্য ফাঁসের অপেক্ষা?
রহস্যময় দেওয়ালে পাওয়া এই নথিগুলি যাচাই-বাছাইয়ের পরে সেখান থেকে কিছু এগ্রিমেন্টের পেপার পেয়েছে পুলিশ। এছাড়াও, কিছু কাগজ পত্র মিলেছে যা একেবারেই টাটকা৷ অর্থাৎ মনে করা হচ্ছে যে হালেই এই সব নথি তৈরি হয়েছিল৷ মানে রাজ কুন্দ্রার বিরুদ্ধে মামলা হওয়ার পর সম্ভবত এসব নথি তৈরি হয়েছে বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা৷ যদিও এ নিয়ে নিশ্চিত নন তারা৷
advertisement
সোমবার রাতে (১৯ জুলাই) মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ রাজ কুন্দ্রাকে পর্ন সিনেমা বানানো এবং কিছু অ্যাপের মাধ্যমে তা প্রচার করার জন্য গ্রেফতার করে। এর পরে তিনি ২৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে ছিলেন। মুম্বইয়ের এক আদালত শুক্রবার (২৩ জুলাই) রাজের পুলিশ হেফাজতে ২ জুলাই পর্যন্ত বাড়িয়েছে।
ইতিমধ্যেই তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ৷ জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁর স্ত্রী অভিনেত্রী শিল্পা শেট্টিকে৷ স্বামীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন শিল্পা৷ পর্ন ও ইরোটিক ছবির মধ্যে পার্থক্য রয়েছে বলেছেন শিল্পা, এবং তিনি দাবি করেছেন যে কোনও অশ্লীল ছবি নয়, বরং কামধর্মী ছবি তৈরি করছিলেন রাজ৷
একই ভাবে রাজ কুন্দ্রার দুটি অফিস ভিয়ান (Viaan) এবং জেএল স্ট্রিম (JL Stream) অভিযান চালায় পুলিশ৷ মিলেছে এক গোপন আলমারি৷ এই আলমারি থেকে পুলিশের হাতে অনেকগুলি ফাইল এসেছে, যার থেকে বেশ কিছু গোপন তথ্য উদ্ধার হতে চলেছে বলে মনে করছে পুলিশ৷
অশ্লীল ছবি মামলায় জড়িয়ে পড়ছেন রাজ কুন্দ্রা। গ্রেফতারের পর প্রতিদিনই তাঁর বিরুদ্ধে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ তাঁর বিরুদ্ধে নতুন নতুন তথ্য ও প্রমাণ পাচ্ছে। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দল রাজের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড়ে দ্রুত গতিতে এগোচ্ছে৷