Raj Kundra Porn Case:রাজ কুন্দ্রার অফিস থেকে গোপন আলমারি উদ্ধার, আরও তথ্য ফাঁসের অপেক্ষা?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এর আগে শিল্পা ও রাজের (Shilpa Shetty Raj Kundra) জুহুর বাসভবনে (Juhu house) পৌঁছে যায় তদন্তকারীরা৷
#মুম্বই: পর্নোগ্রাফি মামলায় ব্যবসায়ী রাজ কুন্দ্রার (Raj Kundra Porn Case) সঙ্গে আরও কতটা, কার কার এবং কীভাবে যোগ রয়েছে তা মুম্বই ক্রাইম ব্রাঞ্চের(Mumbai Crime Branch) টিম দ্রুত তদন্ত করছে। শিল্পা শেট্টির(Shilpa Shetty) স্বামীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ হাতে এসেছে যা পুলিশের যুক্তি আরও জোরদার করছে। এই ঘটনায় তদন্ত করতে গিয়ে রাজ কুন্দ্রা অফিসের দেয়াল থেকে একটি 'লুকানো আলমারি' (Hidden cupboard in Raj Kundra office)খুঁজে পেয়েছে তদন্তকারী দল। এই আলমারি থেকে পুলিশের হাতে অনেকগুলি ফাইল এসেছে, যার থেকে বেশ কিছু গোপন তথ্য উদ্ধার হতে চলেছে বলে মনে করছে পুলিশ৷
পর্নোগ্রাফি মামলায় পুলিশ আবারও মুম্বইয়ের অন্ধেরিতে অবস্থিত রাজ কুন্দ্রার ভিয়ান (Viaan) এবং জেএল স্ট্রিম (JL Stream) অফিসে অভিযান চালায়। এই সময়, দেওয়ালে লুকানো একটি 'গোপন আলমারি'-র চোখে পড়ে তাদের৷ ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, আলমারি থেকে বেশ কয়েকটি ফাইল উদ্ধার করা হয়েছে, যার মধ্যে আর্থিক বিনিময় এবং ক্রিপ্টোকারেন্সির সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
advertisement
এটি অনলাইন সুট্টা কারবারে এ সব তথ্য কাজে আসত কিনা, তা জানতে চাইছে পুলিশ৷ যদিও এ নিয়ে কোনও মন্তন্য করতে চায়নি তারা৷

advertisement
এর আগে, পর্ন প্রযোজনার মামলার তদন্তকারী কর্তারা নিউজ 18 কে জানিয়েছেন যে ১২১ টি ভিডিও ১.২ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করার কথা ছিল রাজ কুন্দ্রার। রাজ কুন্দ্রা এইচএস অ্যাকাউন্ট, এইচএস অপারেশন এবং এইচএস টেকডাউন নামে তিনটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন। এগুলির উপরও চলছে তদন্ত৷
advertisement
এর আগে শিল্পা ও রাজের জুহুর বাসভবনে পৌঁছে যায় তদন্তকারীরা৷ সেখানে অভিনেত্রী ও রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ যদিও পর্ন তৈরি নিয়ে স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন শিল্পা৷ সংবাদমাধ্যমের সামনেও কোনও মন্তব্য করেননি তিনি৷ শুধু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লিখেছেন যে অতীতেও অনেক লড়াই করেছেন এবং আগামিদিনেও লড়াই করবেন তিনি৷ এছাড়াও পর্ন এবং ইরোটিকার মধ্যে তফাত রয়েছে বলে তিনি জানিয়েছেন৷
Location :
First Published :
July 25, 2021 10:19 AM IST