অনুরাধা পাডওয়াল, কুমার শানু, রূপকুমার রাঠৌর ছিলেন এই সপ্তাহান্তে বিশেষ বিচারকের ভূমিকায়৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই নিয়ে কথা বলতে গিয়ে অনুরাধা জানান যে, এই সব বিতর্কের মধ্যে তিনি নেই৷ তবে তিনি মনে করেন যে ওই প্রতিযোগী খুবই প্রতিভাবান৷ তিনি মনে করেন যদি সেই প্রতিভাবান প্রতিযোগীকে নিয়ে কেউ প্রশ্ন তোলেন তাহলে সেটা খুবই আশ্চর্যজনক ঘটনা৷ তিনি আরও বলেন যে, আমি জানি না অমিত কুমারের কী মত, কিন্তু আমি যখন এই সব ছোট ছোট ছেলেমেয়েদের গান শুনলাম, আমার মন জুড়িয়ে গেল৷ আমি খুবই আবাক হয়েছি এদের পারফর্মেন্সে৷
advertisement
আরও পড়ুন Viral: ছোট্ট ঝিলিক আজ অনেক বড়, তার নাচে কাঁপল নেট দুনিয়া, দেখুন ভিডিও
এরই মধ্যে শোয়ের হোস্ট আদিত্য নারায়ণ কুমার শানুকে জিজ্ঞাসা করেন যে তাঁর উপরও কোনও চাপ রয়েছে কিনা প্রতিযোগীদের প্রশংসা করার জন্য৷ শানু সাফ জানান যে, কোনও উদ্দেশ্য নেই এভাবে না জেনে বুঝে কাউকে ভাল বলাতে৷ তবে তিনি সত্যিই বিশ্বাস করেন যে এই শোয়ের প্রতিটি প্রতিযোগীর অসাধারণ গানের ক্ষমতা এবং গানে গলাও খুব মিষ্টি৷ তাই মিথ্যে নয়, এদের মন থেকেই প্রশংসা করেন শানুদা৷
একই ভাবে আদিত্য একটি গোপন তথ্য ফাঁস করেন৷ তিনি বলেন যে শোয়ে একটু রং চড়ানোর জন্য পবনদীপ রাজন ও অরুনিতা কাঞ্জিলালের মধ্যে মিথ্যে সম্পর্কের কথা বলা হয়৷ এর মাধ্যমে দর্শকদের একটু মনোরঞ্জনের চেষ্টা করছিল কর্তৃপক্ষ৷ আদতে এমন কিছুই নয়৷ আমরা এভাবে নিজেদের মধ্যে আনন্দ করি, জানিয়েছেন আদিত্য৷