TRENDING:

সিঁথিতে তাঁর অন্যের নামের সিঁদুর, তবুও রণবীর কাপুরের ‘এই’ বিষয়ে আজও একইভাবে আবেগপ্রবণ দীপিকা

Last Updated:

বলিউডের এই সুন্দরী নিজের মতো স্বীকার করলেন এই কথা!!!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই : রণবীর কাপুর  হয়ে রণবীর সিং - দীপিকা পাড়ুকোনের জীবনে এই দুই রণবীরের উপস্থিতিই খুবই গুরুত্বপূর্ণ ৷ একজন তাঁর প্রাক্তন প্রেমিক আর একজন বর্তমান স্বামী ৷ রণবীর কাপুরের সঙ্গে প্রেমে থাকার সম্পর্ক অনেকদিন আগেই চুকেছে ৷ রণবীর সিংয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করার পর আজ তিনি তাঁর ঘরণী ৷ দু'জনের দাম্পত্যের সুন্দর ছবি সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সকলের ঘরে ঘরে ৷
advertisement

তাঁদের ভালোবাসার ঘর থেকে তরুণ সম্প্রদায় প্রেম করতে -ঘর বাঁধতে শিখছে ৷ কিন্তু নিজের পুরনো প্রেমকে কী পুরো ভুলিয়ে দিতে পেরেছেন দীপিকা ৷ তাঁর সাম্প্রতিক এক কমেন্টে বলিউডে ঝড় ৷ তিনি একটি রিয়েলিটি শো -তে বিশেষ বিচারক হিসেবে এসেছিলেন ৷ সেখানেই একজন ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানির একটি গান গান ৷ এই গান শুনেই আবেগে ভেসে যান তিনি ৷ প্রাক্তন প্রেমিকের সঙ্গে ব্রেকআপের পরে এই সিনেমায় আবার একসঙ্গে অভিনয় করেছিলেন দু'জন ৷ নিজের লাভলাইফ নিয়ে সবসময়েই ওপেন দীপিকা ৷ রণবীর কাপুরের সঙ্গে প্রেমে থাকাকালীন তিনি যখন টের পান রণবীর তাঁকে ঠকাচ্ছেন তখনই তিনি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন ৷ তারপরেই জানিয়েছিলেন যাঁর -তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন না তিনি, যখন একটি মানসিকভাবে একটি সম্পর্কে থাকেন তখনই তিনি নিজের শরীর সেখানে দিতে পারেন ৷ রণবীর তাঁকে ঠকানোয় মুহূর্তও দেরি করেননি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে ৷

advertisement

Photo- File

তবে সেই প্রেমিকের বিশেষ কিছু জিনিস যে এখনও তাঁর ভিতরে রয়েছে তা নিজের আরও একবার পরিষ্কার করে দিলেন তিনি ৷ জানিয়ে দিয়েছেন এই গানটি তাঁর হৃদয়ের একেবারে বিশেষ জায়গায় আছে ৷আর এই গানটি শুনলে নিজের আবেগের ওপর কোনও নিয়ন্ত্রণ রাখতে পারেন না ৷

advertisement

আরও পড়ুন - #Viral: ঝড়ের গতিতে ভাইরাল স্বপ্না চৌধুরির লেটেস্ট ডান্স ভিডিও, লাল সালোয়ারে ঠুমকায় হৃদয়ে উঠল তুফান

এদিকে রণবীর এখন ক্যাটরিনা হয়ে আলিয়ার সঙ্গে রয়েছেন ৷ তাঁর বাকি সম্পর্কগুলোর মতোই এটাতেই গুঞ্জন এবার বিয়ে হবে... রণবীর আছেন নিজের মতো আর আবেগপ্রবণ দীপিকা নিজের প্রতিটা সম্পর্ককেই দেন নিজের জায়গা ৷ তিনি জানিয়েছেন ,‘ এটা কখনও সখনও ঘটে যে সেটা এত গভীরভাবে হৃদয় ছুঁয়ে যায় যা মুখে বলা যায় না ৷ এটাকে ঠিক ব্যক্তও করা যায় না ৷ এটা আমার স্মৃতিতে সবসময়ের জন্য থাকবে ৷ ’

advertisement

তিনি যখন এই কথা বলেন তখন তাঁর দিকে অবাক চোখে তাকিয়ে ছিলেন নেহা কক্কর ও বিশাল ৷ তবে দীপিকা -র সাহস নিয়ে তো কোনও কথা নেই ৷ এবারেও তিনি প্রমাণ করলেন দিওয়ানি মস্তানি হয়ে যান ৷

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
সিঁথিতে তাঁর অন্যের নামের সিঁদুর, তবুও রণবীর কাপুরের ‘এই’ বিষয়ে আজও একইভাবে আবেগপ্রবণ দীপিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল