#Viral: ঝড়ের গতিতে ভাইরাল স্বপ্না চৌধুরির লেটেস্ট ডান্স ভিডিও, লাল সালোয়ারে ঠুমকায় হৃদয়ে উঠল তুফান

Last Updated:

তাঁর নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে ৷

#মুম্বই :  হরিয়ানা থেকে শুরু , সেখান থেকে বিগবস হয়ে বলিউড সফরটা দারুণ রঙিন স্বপ্না চৌধুরির ৷ হরিয়ানার এই তারকা নৃত্যশিল্পী -র স্টেজ পারফরম্যান্সের জনপ্রিয়তা এতটাই যে বলিউডের তারকারাও তাঁর সেই সাফল্যকে ঈর্ষার চোখে দেখেন ৷ ছোট থেকে বড় সব বয়সের মানুষই তাঁর পারফরম্যান্সের দিওয়ানা৷ ফলে একাধিক সময়ে তাঁর বিভিন্ন নাচের ভিডিও ভাইরাল হয় ৷ এখন তাঁর নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে ৷
স্বপ্না একটি লাল সালোয়ার কামিজে, সাদাসিধে সাজে বাড়তি মাত্রা দিয়েছে পিঠের লটকনটি ৷
swapna
advertisement
তাঁর নাচের আদায় মজে মাতোয়ারা দর্শকরা স্টেজে উঠে টাকা- পয়সা বৃষ্টি করেন ৷ চোখের সামনে নিজেদের পছন্দের এই শিল্পীকে পেয়ে দর্শকরা সকলেই আহ্লাদিত ৷ আর দর্শকদের এই উৎসাহ আরও বাড়িয়ে দিচ্ছেন স্বপ্না তাঁদের প্রতি নিজের আবেগ দেখিয়ে ৷ সকলেই সুন্দরীর লটকা-ঝটকা-ঠুমকার মজা নিচ্ছেন চূড়ান্তভাবে ৷
advertisement
পাশাপাশি দর্শকদের মন জয় করতে নিজের হট ডান্সে এনার্জির তড়কা দিচ্ছেন ৷ সব মিলিয়ে পরিস্থিত একেবারে জমে মালাই ৷ দেখে নিন ভাইরাল ভিডিও ৷
এই ভিডিও ইতিমধ্যেই দু'লক্ষের বেশি ভিউ হয়ে গেছে ৷ আর শেয়ারও হয়েছে দেদার ৷ নিজের গাওয়া হরিয়ানভি গানে স্বপ্নার নাচ তাঁর ফ্যানদের কাছে নিঃসন্দেহে চোখের আরাম ও মনের খোরাক ৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
#Viral: ঝড়ের গতিতে ভাইরাল স্বপ্না চৌধুরির লেটেস্ট ডান্স ভিডিও, লাল সালোয়ারে ঠুমকায় হৃদয়ে উঠল তুফান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement