TRENDING:

Dream Girl: আবার 'লিঙ্গ পাল্টে' মহিলা অবতারে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে?

Last Updated:

এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে একতা বা রাজের কেউই কোনও ঘোষণা করেননি, মুখ খোলেননি আয়ুষ্মানও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কল সেন্টারে মেয়েদের গলা নকল করে পুরুষদের প্রলোভিত করত মথুরার করমবীর! সারা শহর এর পর পাগল হয়ে উঠল সেই কল সেন্টার গার্লের প্রেমে! এক সময়ে জানা গেল যে করমবীরের বাবাও সেই কল সেন্টার গার্লের প্রেমে পাগল! এই কাহিনিরেখা ধরেই এগিয়েছিল আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) ড্রিম গার্ল (Dream Girl)। বড় বাজেট না থাকলেও স্রেফ চিত্রনাট্য, পরিচালনা আর অভিনয়ের গুণে ড্রিম গার্ল ২০১৯ সালে বক্স অফিসে ১০০ কোটি টাকা লাভ করা ছবির তালিকায় নিজের নাম তুলে ফেলেছিল, মোট লাভ করেছিল ১৪২.২৬ কোটি টাকা! যে ছবি এমন লক্ষ্মীমন্ত, তার কাহিনিসূত্র ধরে প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor) আর পরিচালক রাজ শাণ্ডিল্য (Raaj Shaandilyaa) যে আবার পয়সা গুনতে চাইবেন, তা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। তাই শোনা গিয়েছে যে এবার ছবির সিকোয়েল তৈরি হবে।
advertisement

আরও পড়ুন Sonakshi-Ritesh: প্রথমবার সোনাক্ষী সিনহার মুখোমুখি রীতেশ দেশমুখ! যা হতে চলেছে...

অবশ্য বলে রাখা ভালো যে এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে একতা বা রাজের কেউই কোনও ঘোষণা করেননি, মুখ খোলেননি আয়ুষ্মানও। কেন না, এবারে ছবির কাহিনি কী হবে, তা এখনও পর্যন্ত ঠিক করা হয়নি, এমনকী চিত্রনাট্য পর্যন্ত লেখা হয়নি। তবে এই নিয়ে প্রযোজক আর পরিচালক যে নিজেদের মধ্যে আলোচনায় বসেছেন, সে তথ্য জানা গিয়েছে তাঁদের ঘনিষ্ঠ এক সূত্র মারফতে। সেই ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে পরিচালক আপাতত ড্রিম গার্লের সিকোয়েল এবং আরও একটি ছবির চিত্রনাট্য লিখছেন, যে কোনও একটি নিয়ে প্রথমে কাজ শুরু হবে। তবে যে ছবির কাজই আগে শুরু হোক না কেন, প্রযোজক এবং পরিচালক চাইছেন যে তাতে আয়ুষ্মানই অভিনয় করুন!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

"ড্রিম গার্ল কেবল বক্স অফিসেই ভালো ব্যবসা করেনি, একই সঙ্গে যখন টিভিতে দেখানো হয়েছে, সেখান থেকেও মোটা অঙ্কের টাকা উঠেছে। এর থেকে এটা স্পষ্ট যে দর্শকরা ছবির কনসেপ্ট পছন্দ করেছিলেন, সিকোয়েল নিয়েও তাঁদের আগ্রহ থাকবে। আপাতত তাই এই বিষয়ে আলোচনা চলছে। যদিও যতক্ষণ পর্যন্ত না আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে, নিশ্চিত করে কিছু বলা উচিত হবে না", জানিয়েছেন সেই ব্যক্তি!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dream Girl: আবার 'লিঙ্গ পাল্টে' মহিলা অবতারে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল