আরও পড়ুন Sonakshi-Ritesh: প্রথমবার সোনাক্ষী সিনহার মুখোমুখি রীতেশ দেশমুখ! যা হতে চলেছে...
অবশ্য বলে রাখা ভালো যে এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে একতা বা রাজের কেউই কোনও ঘোষণা করেননি, মুখ খোলেননি আয়ুষ্মানও। কেন না, এবারে ছবির কাহিনি কী হবে, তা এখনও পর্যন্ত ঠিক করা হয়নি, এমনকী চিত্রনাট্য পর্যন্ত লেখা হয়নি। তবে এই নিয়ে প্রযোজক আর পরিচালক যে নিজেদের মধ্যে আলোচনায় বসেছেন, সে তথ্য জানা গিয়েছে তাঁদের ঘনিষ্ঠ এক সূত্র মারফতে। সেই ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে পরিচালক আপাতত ড্রিম গার্লের সিকোয়েল এবং আরও একটি ছবির চিত্রনাট্য লিখছেন, যে কোনও একটি নিয়ে প্রথমে কাজ শুরু হবে। তবে যে ছবির কাজই আগে শুরু হোক না কেন, প্রযোজক এবং পরিচালক চাইছেন যে তাতে আয়ুষ্মানই অভিনয় করুন!
advertisement
"ড্রিম গার্ল কেবল বক্স অফিসেই ভালো ব্যবসা করেনি, একই সঙ্গে যখন টিভিতে দেখানো হয়েছে, সেখান থেকেও মোটা অঙ্কের টাকা উঠেছে। এর থেকে এটা স্পষ্ট যে দর্শকরা ছবির কনসেপ্ট পছন্দ করেছিলেন, সিকোয়েল নিয়েও তাঁদের আগ্রহ থাকবে। আপাতত তাই এই বিষয়ে আলোচনা চলছে। যদিও যতক্ষণ পর্যন্ত না আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে, নিশ্চিত করে কিছু বলা উচিত হবে না", জানিয়েছেন সেই ব্যক্তি!