বিষয়টি এমন যে, একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে একবার মজা করেই আমির বলেন যে সলমনের হাত-পা বেঁধে তিনি তাঁর বিয়ে দেবেন৷ অভিনেতার এমন ব্যাঙ্গের প্রেক্ষিতে সলমনও চুপ থাকেননি৷ তিনি প্রতিউত্তর করেন৷ জানান যে, আমিরের হাত-পাও তিনি বেঁধে দেবেন যাতে আমির তৃতীয়বারের জন্য বিয়ে না করতে পারেন৷ এভাবেই দুই সুপারস্টারের মধ্যে কথার আদানপ্রদান হয়৷ তবে আমির নিজের বিবাহবিচ্ছেদের ঘোষণার পরই ভক্তরা প্রশ্ন করতে শুরু করেন, তাহলে কি সলমন জানতেন যে আমির আবারও বিয়ে করতে পারেন? কিরণ রাওকে ডিভোর্স দিতে পারেন? এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে৷
advertisement
আরও পড়ুন সলমনের কথায় কথায় শুয়ে পড়ার কারণ হাড়ে হাড়ে টের পেলেন রোহিত শেট্টি!
তবে এটা একেবারেই কাকতালীয়৷ তবে এরই মধ্যে জুড়ে গিয়েছে আমিরের সঙ্গে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সম্পর্কের কথা৷ দঙ্গলে তাঁর সঙ্গে অভিনয়ের পর নাকি আমিরের সঙ্গে তাঁর মন দেওয়া নেওয়া শুরু হয়েছে৷ আমিরের বিবাহবিচ্ছেদের পিছনে ফাতিমা অন্যতম কারণ বলে মনে করছেন ভক্তরা৷ মুম্বইয়ে ফাতিমা এবং তাঁর পরিবারের দেখভালের দায়িত্ব নিয়েছেন আমির, এমন খবরও ছড়িয়েছে আগে৷ এর আগেই থাগস অব হিন্দুস্থান ছবিতে ফাতিমাকে গুরুত্বপূর্ণ চরিত্র পাইয়ে দিয়েছিলেন আমির৷ এমন কথাও শোনা গিয়েছিল৷ যদিও তাঁকে নিয়ে কিরণ ও আমিরের মনমালিন্যের কথা উড়িয়ে দিয়েছিলেন কিরণ নিজেই৷ তবে এখন আমির-কিরণের ডিভোর্সের পর, আমিরের সঙ্গে ফাতিমার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম কথা ছড়িয়ে দিচ্ছে আমির ভক্তরাই৷ অনেকে আবার আমার বিয়ের শুভেচ্ছাও দিচ্ছেন৷