হলিউডের অন্যতম সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো-তে কামাল আরআরআরের৷ গানের ক্যাটাগরিতে নাটু নাটু-র সঙ্গে লড়াইতে ছিল টেলর সুইফটের ক্যারোলিনার ফ্রম হোয়ার ক্রাউডাস সিং, সিওাও পাপা -গুলিরমো ডেল তোরো-র পিনোচিও, লেডি গাগা-র হোল্ড মাই হ্যান্ড - টপ গান, মাভেরিকের লিফট মি আপ - ব্ল্যাক প্যান্থারের মতো অ্যালবামের গান৷ তাদের টেক্কা দিয়ে আরআরআরের নাটু নাটু জিতে নিল গোল্ডেন গ্লোব৷
advertisement
রইল সেই গানটি যার জন্য এল আন্তর্জাতিক সম্মান
আরও পড়ুন - ভুট্টা খাওয়া ভাল তা বলে কালো করে পুড়িয়ে খেলে একেবারে ক্যান্সার, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
এদিক আরআরআর অরিজিনাল নন ইংলিশ বেস্ট ফিল্ম ক্যাটাগরিতেও মনোনীত হয়েছিল৷ আরআরআরকে নিয়ে গোল্ডেন গ্লোবের মঞ্চে হাজির ছিলেন পরিচালক রাজামৌলি, এছাড়াও জুনিয়র এনটিআর এবং রামচরণ৷ জুনিয়র এনটিআর এবং রামচরণ সিনেমায় স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় অভিনয় করেছিলেন৷
আরও পড়ুন - চার কিশোর-কিশোরী চোখে স্বপ্ন নিয়ে জাতীয় মঞ্চে তলোয়ার হাতে, সাব জুনিয়র ন্যাশানালে বড় পরীক্ষা
সিনেমায় উঠে এসেছিল ১৯২০ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের লড়াইয়ের ঘটনা৷ এছাড়াও এই সিনেমায় অভিনায় করেছিলেন আলিয়া ভাট, অজয় দেবগণও৷ এছাড়াও ছিলেন ব্রিটিশ অভিনেতা রে স্টিভেনসন, অ্যালিসন ডোডি, অলিভিয়া মরিস৷
আরআরআর সারা বিশ্বে ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে৷ একাধিক অনুষ্ঠানে প্রচুর সম্মানে ভূষিত হওয়ার পর এবার আমেরিকাতেও ভারতীয় ছবির বড় সাফল্য৷