TRENDING:

Bankura News: প্রান্তিক জেলা থেকে টলিউডে! বাংলা ছবিতে সুর দিয়ে বাঁকুড়ার নাম উজ্জ্বল করলেন মৌসুমী

Last Updated:

Bankura Music Director: মৌসুমী জানান, এই অভিযান ছিল কঠিন পরিশ্রমে মোড়া। কোনও রকম রেফারেন্স ছাড়াই টালিগঞ্জের চাকচিক্যের জগতে জায়গা তৈরি করতে লেগেছে সময় এবং শ্রম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: বাঁকুড়া জেলা থেকে কলকাতার টালিগঞ্জে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা মুখের কথা নয়। তবে সেই কাজটাই করে দেখিয়েছেন বাঁকুড়ার মৌসুমী চট্টোপাধ্য়ায়। ২৯ মার্চ মুক্তি পেতে চলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ অবলম্বনে ‘ও অভাগী’ ছবিটি। এই ছবিতে বাঁকুড়ার বাসিন্দা মৌসুমী একক সঙ্গীত পরিচালকের ভূমিকা পালন করেছেন।
advertisement

এই ছবিতে একটি চরিত্রে অভিনয় করেছেন বাঁকুড়ার ছেলে, টলিউড-বলিউডে কাজ করা অভিনেতা সুব্রত দত্ত। মৌসুমী জানান, ছোট বেলায় বাবার হাত ধরে গান শিখতে যাওয়া থেকে শুরু হয় এই অভিযান। তারপর ধীরে ধীরে গানের প্রতি ভালবাসার টানেই এগিয়ে গিয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘সিঙ্গুরের মাটি নিয়ে যাব দিদির জন্য’, আত্মবিশ্বাসে ভরপুর রচনা প্রচারে নেমেই বলছেন, ‘১০০% জিতবই’!

advertisement

আগেও ছোটখাটো মিউজিক অ্যালবাম ছাড়াও, কয়েকটি জনপ্রিয় মিউজিক প্রোডাকশন হাউজের হয়ে কাজ করেছেন মৌসুমী। এছাড়াও ওয়েব সিরিজ এবং ওটিটি প্লাটফর্মে কাজ করেছেন তিনি। রূপঙ্কর বাগচী, সিদ্ধার্থ সিধু রায় এবং লোপামুদ্রা মিত্রের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বাঁকুড়ার মেয়ের। বাঁকুড়া শহরের নতুনচটির বাসিন্দা তিনি, পড়াশোনা বাঁকুড়া গার্লস হাই স্কুল থেকে। বর্তমানে কর্ম এবং পারিবারিক সূত্রে কলকাতায় বসবাস করেন তিনি।

advertisement

View More

বাঁকুড়া থেকে বাংলা সিনেমার জগতে প্রবেশ করার অভিযান কেমন ছিল জানতে চাওয়ায় মৌসুমী জানান, এই অভিযান ছিল কঠিন পরিশ্রমে মোড়া। কোনও রকম রেফারেন্স ছাড়াই টালিগঞ্জের চাকচিক্যের জগতে জায়গা তৈরি করতে লেগেছে সময় এবং শ্রম।

প্রান্তিক জেলা বাঁকুড়ার ইতিহাস, সংস্কৃতি, শিল্প এবং মেধার নাম রয়েছে দিকে দিকে। বাঁকুড়ার মাটি থেকে সফল মানুষজন কাজ করছেন পৃথিবীজুড়ে। বাঁকুড়া থেকে টালিগঞ্জে গিয়ে ‘ও অভাগী’তে একক মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করা বাঁকুড়ার মৌসুমী উঠতি যুবক যুবতীদের অনুপ্রেরণা দেবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bankura News: প্রান্তিক জেলা থেকে টলিউডে! বাংলা ছবিতে সুর দিয়ে বাঁকুড়ার নাম উজ্জ্বল করলেন মৌসুমী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল