ছবিতে সেই ভিলার মালিক অনন্যা পাণ্ডে অভিনীত চরিত্র টিয়া। ছবিতে দেখানো হয়েছে এই বিলাসবহুল ভিলা আলিবাগে অবস্থিত। যেখানে অবসর পেলেই এই চরিত্রগুলি সুসময় কাটাতে যায়। কিন্তু বাস্তবে এই বিলাসবহুন বাংলো আলিবাগে নয়। গোয়ায় অবস্থিত। আদপে এটি একটি ভিলাও নয়। এটি একটি বড় হোটেল যার নাম আহিল্যা বাই দ্য সি।
ইনস্টাগ্রামে এই নামে একটি পেজও রয়েছে। সেই পেজের ছবিগুলি দেখলেও বোঝা যায় এই হোটেল কতটা সুন্দর। এই হোটেলে রয়েছে ৯টি রুম, বাগান, একটি স্পা আর দুটি বিরাট সুইমিং পুল। এক রাতের জন্য এই রুমের ভাড়া শুরু ২১ হাজার টাকা থেকে শুরু করে ৩৩ হাজার টাকা পর্যন্ত।
advertisement
তাই যাঁরা গোয়ায় ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁরা বেশি না চিন্তা করে চলে যেতেই পারেন গোয়ার এই বিলাসবহুল ভিলায়। প্রসঙ্গত, মানুষের মনের নানা স্তর, জটিল সম্পর্ক ইত্যাদি ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। আলিশা, করণ, টিয়া ও জেন এই চার চরিত্রকে নিয়ে তৈরি ছবি। অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, সিদ্ধান্ত চতুর্বেদি, অনন্যা পাণ্ডে ও ধারিয়া কারওয়া।
অভিনেত্রী দীপিকা পাডুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদির উষ্ণ রসায়ন প্রথম বার প্রকাশ্যে আসতেই নজর কেড়েছিল নেটিজেনদের। এমন বোল্ড অবতারে দীপিকাকে এর আগে দেখা যায়নি। তাই ছবি (Gehraiyaan) নিয়ে উত্তেজনা প্রথম থেকেই ছিল তুঙ্গে। সেই বহু প্রতীক্ষীত গেহেরাইয়া মুক্তি পেয়েছে ১১ ফেব্রুয়ারি।