পরিচালক পাভেল বলেন "এই গল্পটা শহর কলকাতার তিন দিনের জীবন। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে, দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাই ওভার। সব ওলট পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।"
আরও পড়ুন Jeetu Kamal: অপরাজিত 'সত্যজিতের' ছায়া থেকে বেরিয়ে এবার ভিন্ন লুকে জিতু কমল!
advertisement
গানটির মধ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিভিন্ন রকম ভালবাসার ছোঁয়া ভালবাসার শহরে কেমন ভাবে ধীরে ধীরে গড়ে ওঠে এবং সম্পর্কগুলি কলকাতার বুকে কী রকম ভাবে চলতে থাকে সেটি দেখানো হয়েছে। অপরাজিতা আঢ্য এই সিনেমাতে একজন ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করবে৷ তাকে প্রতিদিন বাসে একজন জায়গা ছেড়ে দিত৷ এর মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা দেখানো হয়৷ অফিসে বলতে না পারা দিতিপ্রিয়া আর কিরণ দত্তের ভালোবাসা আবার অন্য রকম৷ ইশা সাহা এবং সৌরভ দাস এই সিনেমায় নিম্নবিত্ত গরিবের চরিত্রে অভিনয় করছেন৷ শহরের অলিতে গলিতে ভালবাসায় মেতে ওঠেন তারা এবং শতাব্দী চক্রবর্তীকে দেখা গিয়েছে একজন সিভিল ইইঞ্জিনিয়ারের চরিত্রে। অনির্বাণ চক্রবর্তী যাকে আমরা ট্রেলারে 'বড্ড একা' বলতে শুনেছিলাম তার প্রেমের গল্পটি কেমন ছিল তাই এই গানে দেখানো হয়েছে।
ছবিটি মুক্তি পাবে "বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট" এর ব্যানারে। প্রযোজক হিসাবে রয়েছেন শতদ্র চক্রবর্তী। এর আগে পরিচালক পাভেলের প্রতিটা ছবিতে ছিল নতুন চমক। বলাইবাহুল্য বাংলা সিনেমাপ্রেমীরা আরও একটা নতুন ভাল ছবি উপহার পেতে চলেছেন।