বৃহস্পতিবার রাতে ফারহান আখতার ও শিবানি ডান্ডেকরের বিয়ের রিসেপশন পার্টিতে হাজির ছিল গোটা বলিউড (Gauri Khan Aryan Khan Suhana Khan)। সেখানে গিয়েছিলেন শাহরুখের স্ত্রী গৌরী খান, ছেলে আরিয়ান খান ও মেয়ে সুহানা খান (Gauri Khan Aryan Khan Suhana Khan)। কিন্তু সেখানেও দেখা গেল না শাহরুখকে। ফারহানের ব্যবসার সঙ্গী রীতেশ সিদওয়ানির বাড়িতে বসেছিল সেই অনুষ্ঠান। সুহানাকে দেখা গিয়েছে কালো হাতকাটা লং ড্রেসে, গৌরী পরেছিলেন কালো জাম্পস্যুট। আরিয়ান এসেছিলেন হাল্কা ডেনিম জ্যাকেটে। তাঁদের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
গত ১২ ফেব্রুয়ারি আইপিএল ২০২২-এর মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্সের টেবিলে দেখা গিয়েছিল আরিয়ান খান ও সুহানা খানকে। সেখানেও দেখা মেলেনি শাহরুখের। তাঁদের সঙ্গে ছিলেন জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহেতা। কেকেআর দলের মালিক একযোগে শাহরুখ খান এবং জুহি চাওলা। তবে নিলামে ছিলেন না শাহরুখ খান বা জুহির কেউই। পরবর্তী প্রজন্মকে দেখা গিয়েছিল এই কাজ করতে। যেন সন্তানদের ব্যবসার কাজে হাতেখড়ি করাচ্ছিলেন দুই তারকা।
আরও পড়ুন: কপিল শর্মার সঙ্গী চন্দু চায়ওয়ালার স্ত্রীকে চেনেন? বলিউড সুন্দরীদের চেয়ে কম না, দেখুন
বলিউডে জোর গুঞ্জন সুহানা ইতিমধ্যেই অভিনয়ে অভিষেকের প্রস্তুতি শুরু করে ফেলেছেন। ছেলে আরিয়ান অবশ্য ওয়েব সিরিজ লেখালিখির কাজ করছেন বলে জানা গিয়েছে। সুহানা সম্ভবত জোয়া আখতারের ছবিতে অভিষেক করতে পারেন। অন্যদিকে, বিলাল সিদ্দিকির সঙ্গে সহ-লেখকের ভূমিকায় কাজ করছেন আরিয়ান খান।