২০২০ সালে বিয়ে করেন গওহর এবং জাইদ দরবার। চলতি বছরের জুলাইয়ে ধুমধাম করে দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করেন তাঁরা। এ বার তাঁদের দুই থেকে তিন হওয়ার পালা। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে গওহর লেখেন, 'আপনাদের সকলের ভালবাসা আর আশীর্বাদ কাঙ্ক্ষিত মাশাল্লাহ।' হবু মা-বাবাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগীরা।
আরও পড়ুন: নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়েকে দেখেছেন? 'এই' ভিডিও শেয়ার করার পরই চর্চার কেন্দ্রে সুন্দরী শোরা!
advertisement
আরও পড়ুন: 'কানতারা' ছবির লক্ষ্মীলাভ ৪০০ কোটির বেশি, নায়ক পেলেন নামমাত্র, কার পারিশ্রমিক কত
বিগত বেশ কয়েক দিন ধরে গওহরের অন্ত:সত্ত্বা হওয়ার গুঞ্জন ভেসে আসছিল। সব জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই।
টেলিভিশন, ওটিটি বা বড় পর্দা- সব ক্ষেত্রেই চেনা মুখ গওহর। ২০১৩ সালে 'বিগ বস'-এ অংশগ্রহণের সুবাদে অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সেই প্রেম যদিও দীর্ঘস্থায়ী হয়নি। কুশলের সঙ্গে বিচ্ছেদের পর গওহরের জীবনে বসন্ত আনেন জাইদ। আপাতত নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।