এই বিশাল অভিনেতাদের তালিকা দেখেই ধারাবাহিক অর্ধেক হিট। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের ধারাবাহিক 'গাঁটছড়া।"(Gantchhora) ধারাবাহিকের গল্প অনুযায়ী, দ্যুতি অর্থাৎ খড়ির দিদিকে ভালবেসে ফেলে ঋদ্ধি ওরফে গৌরব। কিন্তু বিয়ের দিন দ্যুতি পালিয়ে যায় ঋদ্ধির ভাইয়ের সঙ্গে। দাদার পছন্দের সব কিছু এভাবেই ছিনিয়ে নিতে চায় অনিন্দ্য। দ্যুতির জায়গায় জোর করে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হয় খড়ি ওরফে সোলাঙ্কিকে।
advertisement
আর এর পর থেকেই শুরু হয় গল্প। শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে স্বামীর কাছে লাঞ্ছিত, অপমানিত হয়ে আসছে খড়ি(Gantchhora)। তাঁর জায়গা হয় বাড়ির সব থেকে ছোট ঘরে। ঋদ্ধি এই বিয়ে করে শুধু মাত্র সারা জীবন খড়িকে কষ্ট দেবে বলে। তবে হার মানে না খড়িও। এই অবস্থাতেই সামনে এসেছে ঋদ্ধি ও খড়ির ফুলশয্যার ভিডিও।
আরও পড়ুন: 'নগ্ন নাকি?', 'পাজামা কেনার টাকা নেই?' শ্রাবন্তীর হট ছবি দেখেই সমালোচনা নেট দুনিয়ায়...
সেখানে বাজছে 'এই রাত তোমার আমার' গানের মিউজিক(Gantchhora)। যা ফিরিয়ে নিয়ে আনছে দারুণ এক জুটি উত্তম-সুচিত্রার কথা। প্রোমোতে দেখা যাচ্ছে ফুলশয্যার সাজে সেজেছে খড়ি ওরফে সোলাঙ্কি। মদ্যপ অবস্থায় সে ঘরে গিয়ে দ্যুতি ভেবে খড়িকে জড়িয়ে ধরছে ঋদ্ধি। বদলা নিতে গিয়ে নেশায় খড়িকেই সে ভেবে বসে দ্যুতি। অন্যদিকে দ্যুতিকে এখনও এই বাড়িতে আনেনি অনিন্দ্য। ঋদ্ধি এই সব কাজ করে তাঁর ভাইয়ের বুদ্ধিতেই।
আরও পড়ুন: ভুবনের কাঁচা বাদাম গানে নাচলেন উরফি জাভেদ ! শরীরে প্রায় কিছুই নেই ! ভাইরাল ভিডিও
তবে প্রোমো দেখেই নস্টালজিক হয়ে পড়েছেন নেটিজেনরা(Gantchhora)। তাঁরা বলছেন, সোলাঙ্কি ও গৌরবের প্রেম দেখতে ভাল লাগছে। আবার অনেকে বলেছেন, এই ধারাবাহিক নাকি অন্য এক ধারাবাহিকের সঙ্গে হুবহু এক। তবে কী ফুলশয্যা হবে ঋদ্ধি-সোলাঙ্কির? সিরিয়ালের গল্প কিন্তু বলছে অন্য কথা। এখন দেখার কী ভাবে পরিচালক এই দুই জুটির মিলন ঘটান।
