মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় দর্শকদের জন্য ‘বাই টু গেট টু ফ্রি’-র অফার ঘোষণা করেছে জি স্টুডিও৷ অর্থাৎ দুটো মাত্র টিকিট কেটেই চারজন সিনেমা দেখতে পারবেন৷ রাখি উপলক্ষ্যে এই স্পেশ্যাল অফার দিচ্ছে ছবির নির্মাতার৷ মাত্র ২ টো টিকিট কিনে নিলেই ফ্রি-তে পেয়ে যাবেন আরও ২ টো টিকিট৷ রাখির এই বিশেষ দিনে এমন উপহার পেয়ে রীতিমতো আনন্দিত সিনেপ্রেমীরা৷
advertisement
আরও পড়ুন-দুঃসংবাদ! ৪৫-এ অকালে চলে গেলেন বাংলার এই জনপ্রিয় গীতিকার, শোকস্তব্ধ সঙ্গীত মহল
এবার আসা যাক আসল কথায়৷ ‘বাই টু গেট টু ফ্রি’-র অফার কীভাবে পাবেন দর্শকরা৷ বার্তায় জানানো হয়েছে, ‘বাই টু গেট টু ফ্রি’-র অফারের অংশ হিসেবে ‘Karein’ এর টিকিট কেনার জন্য প্রচার কোড ‘GADAR2’ ব্যবহার করন (লিঙ্ক ইন বায়ো) দুটি টিকিট কেনার জন্য টিকিট বুক করুন, ছুটির প্রচার হিসেবে দুটি ফ্রি পান৷
আরও পড়ুন-শাহরুখের ‘মন্নত’ ঘিরে ফেলেছে পুলিশ, গেটের সামনে বিক্ষোভ অশান্তি, কোন বিপাকে কিং খান?
গত ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি৷ প্রায় ২২ বছর পর বড়পর্দায় মুক্তি পেল সানি-আমিশা অভিনীত ‘গদর:এক প্রেম কথা’-র সিক্যুয়েল ‘গদর ২’৷ তারপর থেকই একের পর এক রেকর্ড ভাঙছে সানির এই ছবি৷ বর্তমানে এখনও পর্যন্ত তৃতীয় সর্বোচ্চর জায়গা করে নিয়েছে ‘গদর ২’৷