TRENDING:

Ranbir-Shraddha: যদি রণবীর-শ্রদ্ধার গায়ে আগুন লাগত? প্রশ্ন তুলল এফডব্লিউআইসিই

Last Updated:

সাধারণ সম্পাদকের কথায়, ''সেই সময়ে ওই সেটে কোনও শ্যুটিং হচ্ছিল ভাগ্যিস। তাতেই এক জন প্রাণ হারিয়েছেন। একটা শ্যুটে প্রায় ৮০০ থেকে হাজার জন কলাকুশলী কাজ করেন। যদি আগুন লাগার সময়ে ওখানে শ্যুটিং চলত?''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের আগামী ছবির সেটে আগুন লাগে গত শুক্রবার। মৃত্যু হয়েছে এক ৩২ বছরের তরুণের। লিঙ্ক রোডের কাছে আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সের পাশে চিত্রকূটের সিনেমার সেটে মর্মান্তিক ঘটনায় নড়েচড়ে বসেছে বাণিজ্যনগরী। পাশের রাজশ্রী প্রোডাকশনসেও আগুন লেগেছে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)-র সাধারণ সম্পাদক জানিয়েছেন, তিনি বৃহন্মুম্বই মিউইনিসপ্যাল কর্পোরেশন (বিএমসি) এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন। যাতে কলাকুশলীদের সুরক্ষা নিশ্চিত করা হয়। তিনি বলেন, ''যদি আগুন লাগার সময়ে সেই সেটে হাজার হাজার কলাকুশলী থাকত. তা হলে মহা বিপর্যয় হত!''
advertisement

শুক্রবার যে কটা সেটে আগুন লেগেছে, সূত্রের খবর, তার মধ্যে একটিতে লাভ রঞ্জনের আগামী ছবির শ্যুটিং হচ্ছিল। রণবীর এবং শ্রদ্ধা সেখানেই অভিনয় করছিলেন। প্রথমে শোনা গিয়েছিল, আগুন লেগেছে ওই এলাকার একটি দোকানে। কিন্তু পরে জানা যায়, ছবির সেটে এই ঘটনাটি ঘটেছে। বিকেল সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। ৩টি দমকলের গাড়ি ঘটনাস্থলে ছুটে যায় আগুন নেভাতে। প্রথম দিকে প্রাণহানির কোনও খবর না পাওয়া গেলেও পরবর্তী কালে জানা গিয়েছে, ওই ঘটনাস্থল থেকে ৩২ বছরের এক তরুণকে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

advertisement

আরও পড়ুন: রণবীর-শ্রদ্ধার ছবির সেটে আগুন? মৃত্যু ৩২ বছরের তরুণের!

এফডব্লিউআইসিই-র সাধারণ সম্পাদকের কথায়, ''সেই সময়ে ওই সেটে কোনও শ্যুটিং হচ্ছিল ভাগ্যিস। তাতেই এক জন প্রাণ হারিয়েছেন। একটা শ্যুটে প্রায় ৮০০ থেকে হাজার জন কলাকুশলী কাজ করেন। যদি আগুন লাগার সময়ে ওখানে শ্যুটিং চলত? আমরা তদন্তের জন্য অনুরোধ জানিয়েছি।'' তাঁর কথায় বারবার এমন ঘটনা বারবার ঘটছে। রণবীর-শ্রদ্ধার যদি কিছু হত, তা হলে কী রকম পদক্ষেপ নিতেন সকলে? এই প্রশ্নও বারবার উঠেছে।

advertisement

আরও পড়ুন: মহিলা জিমন্যাস্টিক প্রতিভাদের উৎসাহ দিতে নয়া উদ্যোগ আলতা ফড়িং নস্করের

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

যিনি এই স্টুডিও ফ্লোরটি তৈরি করেছিলেন তিনি গোরেগাঁও পশ্চিমের বাঙ্গুর নগর এলাকায় আরও দুটি স্টুডিও তৈরি করেছিলেন যেগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাঁরা প্রযোজনা সংস্থাকে লিখেছেন, যে স্টুডিওর মেঝে বুক করার আগে তাদের অবশ্যই ফায়ার অডিট করা হয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে। ফায়ার অডিট এবং এনওসির অভাবে, ফেডারেশন কর্মী ও প্রযুক্তিবিদদের এই ধরনের স্টুডিওতে কাজ না বলা হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir-Shraddha: যদি রণবীর-শ্রদ্ধার গায়ে আগুন লাগত? প্রশ্ন তুলল এফডব্লিউআইসিই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল