শুক্রবার যে কটা সেটে আগুন লেগেছে, সূত্রের খবর, তার মধ্যে একটিতে লাভ রঞ্জনের আগামী ছবির শ্যুটিং হচ্ছিল। রণবীর এবং শ্রদ্ধা সেখানেই অভিনয় করছিলেন। প্রথমে শোনা গিয়েছিল, আগুন লেগেছে ওই এলাকার একটি দোকানে। কিন্তু পরে জানা যায়, ছবির সেটে এই ঘটনাটি ঘটেছে। বিকেল সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। ৩টি দমকলের গাড়ি ঘটনাস্থলে ছুটে যায় আগুন নেভাতে। প্রথম দিকে প্রাণহানির কোনও খবর না পাওয়া গেলেও পরবর্তী কালে জানা গিয়েছে, ওই ঘটনাস্থল থেকে ৩২ বছরের এক তরুণকে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
advertisement
আরও পড়ুন: রণবীর-শ্রদ্ধার ছবির সেটে আগুন? মৃত্যু ৩২ বছরের তরুণের!
এফডব্লিউআইসিই-র সাধারণ সম্পাদকের কথায়, ''সেই সময়ে ওই সেটে কোনও শ্যুটিং হচ্ছিল ভাগ্যিস। তাতেই এক জন প্রাণ হারিয়েছেন। একটা শ্যুটে প্রায় ৮০০ থেকে হাজার জন কলাকুশলী কাজ করেন। যদি আগুন লাগার সময়ে ওখানে শ্যুটিং চলত? আমরা তদন্তের জন্য অনুরোধ জানিয়েছি।'' তাঁর কথায় বারবার এমন ঘটনা বারবার ঘটছে। রণবীর-শ্রদ্ধার যদি কিছু হত, তা হলে কী রকম পদক্ষেপ নিতেন সকলে? এই প্রশ্নও বারবার উঠেছে।
আরও পড়ুন: মহিলা জিমন্যাস্টিক প্রতিভাদের উৎসাহ দিতে নয়া উদ্যোগ আলতা ফড়িং নস্করের
যিনি এই স্টুডিও ফ্লোরটি তৈরি করেছিলেন তিনি গোরেগাঁও পশ্চিমের বাঙ্গুর নগর এলাকায় আরও দুটি স্টুডিও তৈরি করেছিলেন যেগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাঁরা প্রযোজনা সংস্থাকে লিখেছেন, যে স্টুডিওর মেঝে বুক করার আগে তাদের অবশ্যই ফায়ার অডিট করা হয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে। ফায়ার অডিট এবং এনওসির অভাবে, ফেডারেশন কর্মী ও প্রযুক্তিবিদদের এই ধরনের স্টুডিওতে কাজ না বলা হবে।