Fire at Mumbai Film Set: রণবীর-শ্রদ্ধার ছবির সেটে আগুন? মৃত্যু ৩২ বছরের তরুণের!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
প্রথমে শোনা গিয়েছিল, আগুন লেগেছে ওই এলাকার একটি দোকানে। কিন্তু পরে জানা যায়, ছবির সেটে এই ঘটনাটি ঘটেছে। বিকেল সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটে।
#মুম্বই: আগুন লাগল ছবির শ্যুটিংয়ের সেটে। মৃত্যু হল ৩২ বছরের তরুণের! মর্মান্তিক ঘটনা লিঙ্ক রোডের কাছে আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সের পাশে চিত্রকূটে সিনেমার সেট পাতা হয়েছিল। সেখানেই ভয়ানক আগুন লাগে শুক্রবার। জানিয়েছেন মুম্বইয়ের দমকল বিভাগের আধিকারিকরা।
advertisement
শোনা যাচ্ছে, যেখানে আগুন লেগেছে, সেটি সম্ভবত লাভ রঞ্জনের আগামী ছবির শ্যুটিং। যেখানে রণবীর কপূর এবং শ্রদ্ধা কপূর অভিনয় করছেন।
advertisement
প্রথমে শোনা গিয়েছিল, আগুন লেগেছে ওই এলাকার একটি দোকানে। কিন্তু পরে জানা যায়, ছবির সেটে এই ঘটনাটি ঘটেছে। বিকেল সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। ৩টি দমকলের গাড়ি ঘটনাস্থলে ছুটে যায় আগুন নেভাতে।
#Update: A 32-year-old male was brought dead after a level 2 fire broke out in Mumbai's Andheri West area this evening: Dr Sadaphule, AMO, Cooper Hospital
— ANI (@ANI) July 29, 2022
advertisement
প্রথম দিকে প্রাণহানির কোনও খবর না পাওয়া গেলেও পরবর্তী কালে জানা গিয়েছে, ওই ঘটনাস্থল থেকে ৩২ বছরের এক তরুণকে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 29, 2022 11:21 PM IST