#মুম্বই: আগুন লাগল ছবির শ্যুটিংয়ের সেটে। মৃত্যু হল ৩২ বছরের তরুণের! মর্মান্তিক ঘটনা লিঙ্ক রোডের কাছে আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সের পাশে চিত্রকূটে সিনেমার সেট পাতা হয়েছিল। সেখানেই ভয়ানক আগুন লাগে শুক্রবার। জানিয়েছেন মুম্বইয়ের দমকল বিভাগের আধিকারিকরা।
আরও পড়ুন: অফিস ফেরত ব্যস্ত সময়ে শিয়ালদহ স্টেশনে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের
আরও পড়ুন: সানির কোলে অনুরাগ! নীল সুন্দরীর জীবন বদলে দিলেন কাশ্যপ! তাও মাত্র একটা ফোনে! জানুন
শোনা যাচ্ছে, যেখানে আগুন লেগেছে, সেটি সম্ভবত লাভ রঞ্জনের আগামী ছবির শ্যুটিং। যেখানে রণবীর কপূর এবং শ্রদ্ধা কপূর অভিনয় করছেন।
প্রথমে শোনা গিয়েছিল, আগুন লেগেছে ওই এলাকার একটি দোকানে। কিন্তু পরে জানা যায়, ছবির সেটে এই ঘটনাটি ঘটেছে। বিকেল সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। ৩টি দমকলের গাড়ি ঘটনাস্থলে ছুটে যায় আগুন নেভাতে।
#Update: A 32-year-old male was brought dead after a level 2 fire broke out in Mumbai's Andheri West area this evening: Dr Sadaphule, AMO, Cooper Hospital
— ANI (@ANI) July 29, 2022
প্রথম দিকে প্রাণহানির কোনও খবর না পাওয়া গেলেও পরবর্তী কালে জানা গিয়েছে, ওই ঘটনাস্থল থেকে ৩২ বছরের এক তরুণকে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fire Broken out, Mumbai Fire, Ranbir Kapoor, Shraddha Kapoor