TRENDING:

Indian Comedians Net Worth: সবচেয়ে 'ধনী' ইনি...! কপিল শর্মা থেকে ভারতী সিং, কমেডি তারকাদের মোট সম্পত্তির পরিমাণ জানলে রাতের ঘুম উড়বে

Last Updated:

Indian Comedians Net Worth: আবার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর কপিল শর্মা, সুনীল গ্রোভার এবং অন্যান্য কমেডি তারকারাও কোনও অংশে কম যান না! সাম্প্রতিক কয়েক বছরে ভারতীয় কমেডি টেলিভিশনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খুব শীঘ্রই আসতে চলেছে ‘লাফটার শ্যেফস’-এর নতুন সিজন। আর এই শোয়ে নিজেদের কমেডি এবং উপস্থাপনার দক্ষতার মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছেন ভারতের প্রথম সারির কমেডি তারকা ভারতী সিং এবং কৃষ্ণা অভিষেক। আবার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর কপিল শর্মা, সুনীল গ্রোভার এবং অন্যান্য কমেডি তারকারাও কোনও অংশে কম যান না! সাম্প্রতিক কয়েক বছরে ভারতীয় কমেডি টেলিভিশনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। কমেডি তারকারা প্রচুর খ্যাতি অর্জন করছেন। সেই সঙ্গে নিজেদের জায়গাও তৈরি করেছেন। ‘কমেডি সার্কাস’ থেকে শুরু করে ‘দ্য কপিল শর্মা শো’-এ কমেডি তারকারা সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। দেখে নেওয়া যাক, জনপ্রিয় কমেডি তারকাদের মোট সম্পত্তির পরিমাণ কত!
News18
News18
advertisement

কপিল শর্মা:

সারা দেশে কমেডি কিং কপিল শর্মার জনপ্রিয়তার কথা আলাদা করে বলে দিতে হয় না। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, মাত্র ৫০০ টাকা পকেটে নিয়ে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। ফলে তাঁর এই সাফল্যটা কিন্তু ততটাও সহজে আসেনি। বছরের পর বছর ধরে করা পরিশ্রম এবং নিষ্ঠার জোরেই আজ এই দুনিয়ায় নিজের জায়গা পাকা করেছেন কপিল। শোনা যায় যে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা।

advertisement

আরও পড়ুন-অকালে সব শেষ…! ৪২ বছরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী, কাঁদছে ফিল্ম ইন্ডাস্ট্রি

ভারতী সিং:

দেশের জনপ্রিয় কমেডি তারকাদের মধ্যে অন্যতম হলেন ভারতী সিং। ‘কমেডি সার্কাস’ এবং ‘দ্য কপিল শর্মা শো’-এ নিজের পারফরম্যান্সের জোরে তিনি যেন ঘরের মেয়ে হয়ে উঠেছেন। ভক্তরাও পছন্দ করেন ভারতীকে। চলতি বছরের নিরিখে ভারতীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা।

advertisement

আরও পড়ুন-জয়কে চোখের জলে শেষ বিদায়, অভিনেতার অন্তিম যাত্রায় কী বললেন প্রাক্তন স্ত্রী অনন্যা…

সুনীল গ্রোভার:

‘দ্য কপিল শর্মা শো’-এ গুত্থি, ডা. মশুর গুলাটি এবং রিঙ্কু ভাবির মজাদার চরিত্রে অবতীর্ণ হয়েছেন সুনীল গ্রোভার। এমনকী বলিউডের একাধিক ছবিতেও অভিনয় করেছেন এই সুদক্ষ অভিনেতা। প্রায় বছর সাতেক পরে তিনি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ কামব্যাক করেছেন। শোনা যায় যে, সুনীলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা।

advertisement

কৃষ্ণা অভিষেক:

দুর্ধর্ষ কমিক টাইমিং এবং মজাদার ব্যক্তিত্বের কারণে সব সময় ভক্তদের পছন্দের তালিকায় থাকেন কৃষ্ণা অভিষেক। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ মজাদার চরিত্র করে মানুষকে আনন্দ দেন। শুধু তা-ই নয়, ‘বোল বচ্চন’, ‘এন্টারটেনমেন্ট’ এবং ‘ক্যয়া কুল হ্যায় হাম ৩’-এর মতো ছবিতে অভিনয়ও করেছেন। তবে বিলাসবহুল জীবনযাপন করতেই পছন্দ করেন এই কমেডি তারকা। ২০২৫ সালের হিসাব বলছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।

advertisement

কিকু শারদা:

‘দ্য কপিল শর্মা শো’-এ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। তাঁর ‘টক টু মাই হ্যান্ড’ পাঞ্চলাইনটি দারুণ জনপ্রিয়। একাধিক ছবিতেও অভিনয় করেছেন তিনি। শোনা যায় যে, কিকুর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৩ কোটি টাকা থেকে ৪০ কোটি টাকার মধ্যে।

হর্ষ লিম্বাচিয়া:

হর্ষ শুধু কমেডিয়ানই নন, তিনি একাধারে লেখক, প্রযোজক এবং সঞ্চালকও বটে! ‘দ্য কপিল শর্মা শো’-এর মতো জনপ্রিয় শোয়ের চিত্রনাট্য লিখেছেন। নিজের সৃজনশীল কাজের জোরে জনপ্রিয়তা ও সাফল্য অর্জন করেছেন হর্ষ। ২০২৫-এর হিসাব বলছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫-২০ কোটি টাকা।

রাজীব ঠাকুর:

‘দ্য কপিল শর্মা শো’ এবং অন্যান্য কমেডি প্ল্যাটফর্মে নিজের কমেডির জাদু ছড়িয়ে দিয়েছেন রাজীব ঠাকুর। তিনি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এরও অংশ। এছাড়া ‘কমেডি সার্কাস’ এবং ‘ইন্ডিয়া কে মস্ত কলন্দর’-এর মতো শোয়ে দেখা গিয়েছে তাঁকে। শোনা যায়, বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০-১২ কোটি টাকা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Indian Comedians Net Worth: সবচেয়ে 'ধনী' ইনি...! কপিল শর্মা থেকে ভারতী সিং, কমেডি তারকাদের মোট সম্পত্তির পরিমাণ জানলে রাতের ঘুম উড়বে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল