Popular Actress Death: অকালে সব শেষ...! ৪২ বছরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী, কাঁদছে ফিল্ম ইন্ডাস্ট্রি
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Popular Actress Death: বিনোদন জগতে একের পর এক দুঃসংবাদ৷ একাধিক তারকারা ছেড়ে চলে যাচ্ছেন৷ প্রয়াত হলেন বিখ্যাত স্প্যানিশ অভিনেত্রী ভেরোনিকা এচেগুই৷
বিনোদন জগতে একের পর এক দুঃসংবাদ৷ একাধিক তারকারা ছেড়ে চলে যাচ্ছেন৷ প্রয়াত হলেন বিখ্যাত স্প্যানিশ অভিনেত্রী ভেরোনিকা এচেগুই৷ মাত্র ৪২ বছর বয়সে মাদ্রিদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।
এই অভিনেত্রী ৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে ২০০৮ সালে মাই প্রিজনারস ইয়ার্ড এবং সিগর্নি ওয়েভার এবং ব্রুস উইলিসের সঙ্গে দ্য কোল্ড লাইট অফ ডে।
আরও পড়ুন-দিঘায় ধুন্ধুমার কাণ্ড…! রাতের অন্ধকারে হোটেলে অভিযান চালাতেই কেলেঙ্কারি ফাঁস! পর্যটকদের বার করে দেওয়ার পরই যা ঘটল…
রবিবার এই তারকাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হোলা ম্যাগাজিনের মতে, তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করেছিলেন, ইন্ডাস্ট্রির খুব কম লোকই জানতেন যে তিনি অসুস্থ। অভিনেত্রীর মৃত্যুতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।তিনি লিখেছেন-‘ভেরোনিকা এচেগুইয়ের মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত, একজন অসাধারণ প্রতিভা এবং নম্র অভিনেত্রী যিনি বিনোদন জগতে অবদান রেখে গেছেন। এই কঠিন মুহূর্তে পুরো পরিবার এবং বন্ধুদের জন্য আমার আন্তরিক আলিঙ্গন’।
advertisement
advertisement
আরও পড়ুন-পুরুষদের ‘রামবাণ’…! রাতে ঘুমানোর আগে দিন এক চুমুক, সকালেই ছুটবেন তেজি ঘোড়ার মতো, ৭ দিনে জেগে উঠবে ঝিমিয়ে পড়া পুরুষত্ব, যৌবন-স্ট্যামিনা চাঙ্গা!
এচেগুইয়ের কেরিয়ার ১৮ বছরের। ২০০৬ সালে স্প্যানিশ ভাষার ছবি ‘ইয়ো সয় লা জুয়ানী”-তে অভিনয়ের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন, যার জন্য তিনি সেরা অভিনেত্রীর জন্য গোয়া পুরস্কারের জন্য মনোনীত হন। গোয়া পুরষ্কার হল স্পেনের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, যা স্প্যানিশ অস্কার নামে পরিচিত। পরে তিনি ২০২২ সালে টোটেম লোবার জন্য সেরা ফিকশন শর্ট ফিল্মের জন্য গোয়া পুরস্কার জিতেছিলেন।
advertisement
তিনি নোয়েল ফিল্ডিং এবং রিচার্ড আয়োডের সঙ্গে দ্য মাইটি বুশের স্পিন-অফ ছবি, বানি অ্যান্ড দ্য বুল-এ অভিনয় করেছিলেন। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত, তিনি স্কাই আটলান্টিকের ফরটিচিউডে এলেনা লেডেসমার চরিত্রে অভিনয় করেছিলেন। পরে তিনি রোমান্টিক কমেডি ‘বুক অফ লাভ’-এ মারিয়া রদ্রিগেজের চরিত্রে অভিনয় করেছিলেন। তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল অ্যাপল টিভি সিরিজ লাভ ইউ টু ডেথ। অভিনেত্রীর ভক্তরা শোকপ্রকাশ করেছেন৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 1:47 PM IST