TRENDING:

Feluda Movie: সন্দীপ রায়ের পরিচালনায় ফের বড় পর্দায় ফেলুদার অভিযান, প্রদোষচন্দ্র মিত্রের ভূমিকায় কি ব্যোমকেশ?

Last Updated:

Feluda Movie: এ তো গেল কৌতূহলের একাংশ৷ এ বার আসল প্রশ্ন, ফেলুদার চরিত্রে কে অভিনয় করবেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে তিনি একটা ছবি উপহার দেবেন৷ সে কথা আগেই জানিয়েছিলেন সন্দীপ রায় (Sandip Ray)৷ শুনে কল্পনার পারদ ক্রমেই চড়ছিল ফেলুভক্তদের৷ এ বার বড় পর্দায় কোন ফেলু অভিযান আসবে? কে হবেন ফেলুদা? নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল৷
advertisement

অবশেষে কিছুটা হলেও জল্পনার অবসান৷ রবিবার জানা গেল পুরীতে প্রদোষচন্দ্র মিত্রের অভিযান (Hatyapuri) এ বার বড় পর্দায় আসতে চলেছে বড়দিনের ছুটিতে৷ রবিবার ছবির পোস্টার শেয়ার করেছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)৷ ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘‘ফ্যাসিনেটিং-এই কথাটাও বোধহয় সঠিক বর্ণনা নয় মানিকবাবুর এই সৃষ্টির...ফেলুদা ফিরছে বড় পর্দায় আবার’’৷ এসভিএফ-এর ব্যানারে সন্দীপ রায়ের পরিচালনায় ছবির মুক্তি আগামী ২৩ ডিসেম্বর৷

advertisement

কিন্তু এ তো গেল কৌতূহলের একাংশ৷ এ বার আসল প্রশ্ন, ফেলুদার চরিত্রে কে অভিনয় করবেন? স্বভাবতই প্রশ্ন উঠেছে, তাহলে কি ব্যোমকেশই কি নতুন ফেলুদা? অনির্বাণের পোস্টে ভালালাগা ভালবাসার প্রতীক এসেছে প্রায় ১০ হাজার৷ মন্তব্য করেছেন অগণিত দর্শক তথা ফেলুভক্ত৷ প্রায় সকলেরই ধারণা, অনির্বাণ তা হলে পরবর্তী ফেলুদা৷ নেটিজেনরা লিখেছেন অনেক দিন ধরে এটাই তাঁদের ইচ্ছে৷ অবশেষে হয়তো তাঁদের ইচ্ছে পূর্ণ হতে চলেছে৷

advertisement

আরও পড়ুন : চোখে জল মুখে হাসি নিয়েই শপথপাঠ, গোলাবর্ষণের মধ্যেই বিয়ে প্রেমিক জুটির

কিন্তু অনির্বাণ নিজে বা পরিচালক সন্দীপ রায়ের তরফে কিছুই জানানো হয়নি এই প্রসঙ্গে৷ ফেলুদার পরিচয় ভাঙেনি এসভিএফ-ও৷ গত বছরও ফেলুদার ছবি নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল যখন ইন্দ্রনীল সেনগুপ্ত ফেলুদা সমগ্র বইয়ের সঙ্গে চারমিনার হাতে ছবি শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে৷ প্রশ্ন উঠেছিল, তাহলে কি সন্তু কাকাবাবুর ‘মিশর রহস্যের’ হানি আল কাদিই পরবর্তী ফেলুদা? এরকমও শোনা গিয়েছিল তাঁর অডিশনও নেওয়া হয়েছে ফেলুদার ভূমিকায়৷ কিন্তু তার পর সব জল্পনা কল্পনাই চাপা পড়ে গিয়েছে৷

advertisement

প্রসঙ্গত ওটিটি মঞ্চে ফেলুদাকে এনেছেন সৃজিত মুখোপাধ্যায়৷ তাঁর পরিচালনায় টোটা রায়চৌধুরী হয়েছেন ফেলুদা, ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ অভিযানে৷ এ বার নীলাচলে ফেলুদা-তোপসে-জটায়ুর অভিযান দেখতে অপেক্ষায় দর্শক ও ফেলুভক্তরা৷

আরও পড়ুন :  সাদা জামদানিতে মন জয় বাংলার, আলিয়ার শ্বেতশুভ্র সাজে মজেছেন অনুরাগীরা

সত্যজিৎ রায়ের লেখা ‘হত্যাপুরী’ মুক্তি পেয়েছিল ১৯৭৯ সালে, শারদীয়া সন্দেশ পত্রিকায়৷ বিরল পুঁথি ‘প্রজ্ঞাপারমিতাসূত্র’ ঘিরে পুরীর সৈকতে জমে উঠেছে অভিযান৷ জমজমাট গল্পে পুরী শেষে হয়ে ওঠে ‘হত্যাপুরী’৷ ফেলুভক্তদের পছন্দের অভিযানের তালিকায় এই উপন্যাস অন্যতম৷

advertisement

আরও পড়ুন গরম এসে গিয়েছে, এখনই এই প্রসাধনীগুলি রাখুন আপনার হাতের কাছে, ব্রণমুক্ত তরতাজা থাকুন গ্রীষ্মভর

আপাদমস্তক বাঙালি ফেলুদাকে স্রষ্টা ‘দিপুদা’ করেছেন পরম যত্নে৷ গ্যাংটক, কাঠমাণ্ডুর মতো অতীতে বাঙালির অবশ্যগন্তব্য দিঘা-পুরী-দার্জিলিংয়েও বেড়াতে গিয়েছেন থ্রি মাস্কেটিয়ার্স৷ তোপসের সঙ্গে ফেলুদার  প্রথম রহস্য অভিযান দার্জিলিঙে৷ সে সময়ে জটায়ু ছিলেন না৷ পরে সত্যজিৎ লিখেছিলেন ‘দার্জিলিং জমজমাট’৷ অস্কারজয়ী পরিচালকের নিজের প্রিয় গন্তব্যে ছুটি তথা রহস্যের স্বাদে মজেছিলেন ফেলুদা—তোপসে-জটায়ু৷ দিঘায় অবশ্য কোনও রহস্যের জালে জড়িয়ে পড়েননি ফেলুদা৷ ‘অপ্সরা থিয়েটার মামলা’ অনুসন্ধানের সময় তোপসে, জটায়ুকে নিয়ে গিয়েছিলেন মাথার জট কাটিয়ে ক্ষণিকের অবসর উপভোগ করতে৷ এ বার দর্শকরা বড়দিনের ছুটিতে তাঁদের সঙ্গে বেড়াতে যাবেন পুরী, থুড়ি ‘হত্যাপুরী’-তে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Feluda Movie: সন্দীপ রায়ের পরিচালনায় ফের বড় পর্দায় ফেলুদার অভিযান, প্রদোষচন্দ্র মিত্রের ভূমিকায় কি ব্যোমকেশ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল