War in Ukraine: চোখে জল মুখে হাসি নিয়েই শপথপাঠ, গোলাবর্ষণের মধ্যেই বিয়ে প্রেমিক জুটির

Last Updated:

চোখে জল আর মুখে হাসি নিয়েই বিবাহিত জীবনের শপথ নিলেন ২৪ বছরের ভিয়াতোস্লাভ এবং ২১ বছর বয়সি ইয়ারিনা৷ (war in Ukraine)

চোখে জল আর মুখে হাসি নিয়েই বিবাহিত জীবনের শপথ
চোখে জল আর মুখে হাসি নিয়েই বিবাহিত জীবনের শপথ
কিয়েভ : আরও খারাপ হতে পারে পরিস্থিতি৷ এই আশঙ্কায় তড়িঘড়ি বিয়ে করে নিলেন ইউক্রেনীয় প্রেমিক যুগল৷ রাশিয়ার আক্রমণের (Russia Ukraine war) প্রথম দিনই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন এই জুটি৷ চোখে জল আর মুখে হাসি নিয়েই বিবাহিত জীবনের শপথ নিলেন ২৪ বছরের ভিয়াতোস্লাভ এবং ২১ বছর বয়সি ইয়ারিনা৷ (war in Ukraine)
এভাবে বিয়ের ইচ্ছে ছিল না তাঁদের৷ বিয়ের দিন ঠিক হয়েছিল মে মাসে৷ ইয়ারিনা ভেবেছিলেন নিপার নদীর তীরে কোনও রেস্তরাঁর খোলা ছাদে হয়তো নববধূ সেজে অপেক্ষা করবেন তিনি৷ কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় যুদ্ধ৷ রুশ আক্রমণের প্রথম দিনই তাঁরা বিয়ে করলেন ইউক্রেনের রাজধানী কিয়েভের সেন্ট মাইকেল গির্জায়৷
advertisement
advertisement
হয়তো পরিস্থিতি আরও খরাপ হতে পারে৷ দেশের জন্য হাতে তুলে নিতে হতে পারে অস্ত্রও৷ করুণতম পরিস্থিতি হিসেবে প্রাণও বিসর্জন যেতে পারে সমরাঙ্গনে৷ তাই তার আগে চিরতরে নিজেদের জীবন একসঙ্গে বেঁধে ফেললেন এই তরুণ তরুণী৷ এই কথাই বলছেন কিয়েভ সিটি কাউন্সিলের ডেপুটি আরিয়েভা৷ তাঁর স্বামী পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার৷ দেশকে রক্ষা করতে তিনি সাহায্য করছেন লোকাল টেরিটোরিয়াল ডিফেন্স সার্ভিসকে৷
advertisement
আরিয়েভার কথায়, ‘‘আমাদের শুধু একটা বর্ম দেওয়া হোক৷ আমরা যুদ্ধ করতে যাব৷ অন্যভাবেও আমরা সাহায্য করতে পারি৷ সেটা তাঁরাই ঠিক করবেন৷’’
বাংলা খবর/ খবর/বিদেশ/
War in Ukraine: চোখে জল মুখে হাসি নিয়েই শপথপাঠ, গোলাবর্ষণের মধ্যেই বিয়ে প্রেমিক জুটির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement