War in Ukraine : অবশেষে উৎকণ্ঠা কাটিয়ে কিছুটা স্বস্তিতে পানাগড়ের সিং পরিবার

Last Updated:

আরও অনেক অভিভাবকের মতোই চিন্তায় রয়েছেন পানাগড়ের এক ডাক্তারি পড়ুয়ার পরিবার।(War in Ukraine)

পানাগড় : ইউক্রেনে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় বহু ভারতীয় পড়ুয়া আটকে পড়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে। যার জেরে চিন্তায় পড়েছে পড়ুয়াদের পরিবারের সদস্যরা। আরও অনেক অভিভাবকের মতোই চিন্তায় রয়েছেন পানাগড়ের এক ডাক্তারি পড়ুয়ার পরিবার।(War in Ukraine)
জ্যোতি সিং নামের ওই পড়ুয়া গত বছর ইউক্রেনে যায় ডাক্তারি পড়তে। এই কঠিন পরিস্থিতির মধ্যে নিজের মেয়ের সঙ্গে কথা বলেন পানাগড়ের বাসিন্দা জ্যোতি সিং-এর বাবা অশোক সিং। এ দিন মেয়ের সাথে কথা বলে কিছুটা হলেও মানসিক শান্তি ফিরে পেয়েছেন তিনি। জ্যোতি সিং তার বাবাকে জানিয়েছে, তাঁদের একটি বাসে করে ইতিমধ্যে রোমানিয়া বর্ডারের উদ্দেশে রওনা করিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
advertisement
জ্যোতি সিং তাঁর বাবাকে জানিয়েছেন শুধু ভারতীয় নয়, বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীরা ইউক্রেনে আটকে রয়েছে। এবং সেখান থেকে তাঁদেরও নিরাপদ জায়গায় পাঠানোর ব্যবস্থা শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক দিনের ভিতরে তিনি ভারতে এসে পৌঁছবেন। জ্যোতি সিং-এর কথায় কিছুটা হলেও মানসিক শান্তি পেয়েছেন তাঁর বাবা ও তাঁর পরিবার।
advertisement
আরও পড়ুন : জাতীয় সড়কে গভীর রাতে চালকদের হাতে পুলিশের তরফে ঠান্ডা জল, গরম চা
ভারত সরকারের কাছে তিনি আবেদন করেছেন যাতে তাঁর মেয়ে এবং অন্যান্য ভারতীয় পড়ুয়ারা যাতে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন। তবে আগামী দিনে ইউক্রেনে যুদ্ধ বন্ধ হয়ে গেলেও তিনি মেয়েকে পুনরায় সেই দেশে পড়ানোর জন্য পাঠাবেন না বলে মনস্থির করেছেন, এমনটাই জানালেন জ্যোতি সিং এর বাবা অশোক সিং।
advertisement
আরও পড়ুন : আগেই ঘরছাড়া মা, এ বার তিন নাবালক সন্তানকে তাড়িয়ে দিল বাবা
অন্যদিকে দুর্গাপুরের বাসিন্দা ডাক্তারি পড়ুয়া নেহা খান বাড়ি ফিরছেন বলে খবর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট এর মাধ্যমে জানা গিয়েছে, ইউক্রেন সীাম্নত পেরিয়ে তাঁরা রোমানিয়ার দিকে পাড়ি দিয়েছে। খুব শীঘ্রই বাড়ি ফিরবেন বলে আশা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নেহা খান। সুস্থভাবে বাড়ি ফিরতে সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন তিনি।
advertisement
( প্রতিবেদন : নয়ন ঘোষ)
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
War in Ukraine : অবশেষে উৎকণ্ঠা কাটিয়ে কিছুটা স্বস্তিতে পানাগড়ের সিং পরিবার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement