দেখুন শিবানীর নাম বদলের স্ক্রিনশট:
আরও পড়ুন- বিয়ের আগেই গর্ভবতী শিবানী! ফারহানের সঙ্গে বিয়ের ছবিতে কি উঁকি মারছে বেবি বাম্প?
১৯ ফেব্রুয়ারি একটি অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি (Farhan Akhtar and Shibani Dandekar)। ফারহান ও শিবানীর বিয়েতে রিয়া চক্রবর্তী, হৃত্বিক রোশন, অমৃতা অরোরা, এহসান নুরানি এবং অন্যান্য সহকর্মী ও বন্ধুরা উপস্থিত ছিলেন। মুম্বইয়ের কাছে হিল স্টেশন খান্ডালায় বিয়ের আসর বসেছিল। সোমবার, নবদম্পতি (Farhan Akhtar and Shibani Dandekar) ফারহানের বোন জোয়া আখতারের বাড়িতেও গিয়েছিলেন। শিবানীর বোন অনুশা দান্ডেকর এবং অপেক্ষাও এই দম্পতির সঙ্গে পার্টিতে যোগ দেন।
advertisement
বৃহস্পতিবার মুম্বইয়ে মেহেন্দি অনুষ্ঠানের মাধ্যমে ফারহান আখতার এবং শিবানী দান্ডেকার (Farhan Akhtar and Shibani Dandekar) নিজেদের বিয়ের উৎসব শুরু করেন। ফারহানের মুম্বইয়ের বাড়িতেই প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ঘরোয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবানা আজমি, শিবানীর বোন অনুশা দান্ডেকার, রিয়া চক্রবর্তী এবং অমৃতা অরোরা।
আরও পড়ুন- সিনেমা নয়, আমাজন প্রাইমের ওয়েব সিরিজে বলিউডে অভিষেক শাহরুখ পুত্র আরিয়ানের!
শিবানী গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য হলুদ পোশাকই বেছে নিয়েছিলেন। বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিজের বিয়েতে জমিয়ে নেচেওছেন তিনি, যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সিম্বা সিনেমায় রণবীর সিং-এর ‘আঁখ মারে’ গানে নেচেছেন নববধূ। অন্যদিকে, অনুশা দান্ডেকর এবং রিয়া চক্রবর্তী দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমার বিখ্যাত গান ‘মেহেন্দি লাগা কে রাখনা’ গানে জমিয়ে নেচেছেন।
২০১৮ সালে একটি রিয়েলিটি শোতে ফারহান এবং শিবানীর দেখা হয় প্রথম। শোয়ের প্রতিযোগী শিবানী এবং সঞ্চালক ফারহান তারপর থেকেই ডেটিং শুরু করেন। রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের বিয়ের রিসেপশনে একসঙ্গে প্রথম প্রকাশ্যে দেখা যায় এই জুটিকে। যদিও তার আগেই নিজেদের সম্পর্কের বিষয়ে ইনস্টাগ্রামে জানান দিয়েছিলেন এই জুটি।