TRENDING:

Shibani Dandekar Javed Akhtar Dance: নববধূ শিবানির সঙ্গে জাভেদ আখতারের নাচ, ফারহানের বিয়েতে নজর কাড়ল শ্বশুর-বৌমা জুটি!

Last Updated:

ছবিেত দেখা যাচ্ছে, শ্বশুর জাভেদ আখতারের সঙ্গে বল ডান্স করছেন নববধূ শিবানি (Shibani Dandekar Javed Akhtar Dance)। ছবিটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গত ১৯ ফেব্রুয়ারি খান্ডালায় জাঁকজমক ভাবেই দ্বিতীয় বিয়ে সেরেছেন ফারহান আখতার (Farhan Akhtar)। শিবানি ডান্ডেকরের সঙ্গে আইনি বিয়ের দু'দিন পর নবদম্পতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ফারহান আখতার দারুণ দারুণ সব ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানেই একটি ছবি নজর কেড়েছে অনুরাগীদের (Shibani Dandekar Javed Akhtar Dance)। ছবিেত দেখা যাচ্ছে, শ্বশুর জাভেদ আখতারের সঙ্গে বল ডান্স করছেন নববধূ শিবানি (Shibani Dandekar Javed Akhtar Dance)। ছবিটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Shibani Dandekar Javed Akhtar Dance
Shibani Dandekar Javed Akhtar Dance
advertisement

গত ১৯ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিকা শিবানির সঙ্গে বিয়ে করেছেন ফারহান আখতার। করোনার কারণেই নবদম্পতি বিয়ে নিয়ে খুব বেশি বড় অনুষ্ঠান করেননি। দুই পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রাই এদিনের বিয়েতে উপস্থিত ছিলেন। ২৩ ফেব্রুয়ারি, বুধবার ফারহান ইনস্টাগ্রামে অসাধারণ সব মুহূর্ত শেয়ার করেছেন। বিয়ের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'বন্ধু, পরিবার, মজার সময়'। সঙ্গে সূর্যের একটি ইমোজি ব্যবহার করেছেন।

advertisement

আরও পড়ুন: CBSE-সহ সব বোর্ডের দশম-দ্বাদশের অফলাইন পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সুপ্রিম কোর্টের, জানুন

আরও পড়ুন: দুয়ারে সরকার-এর অভূতপূর্ব রেকর্ড, চলতি বছরের দ্বিতীয় দফা শুরু কবে?

সেখানেই একটি ছবিতে জাভেদ আখতারের সঙ্গে ছেলের বউকে নাচ করতে দেখা গিয়েছে। লেখক-সুরকার-গীতিকার জাভেদ আখতারকে এমন নতুন অবতারে দেখে ভক্তরা চমকে গিয়েছেন (Shibani Dandekar Javed Akhtar Dance)। ফারহান আখতার ও শিবানির বিয়ের আসর বসেছিল জাভেদ আখতার ও শাবানা আজমির খান্ডালার ফার্মহাউজে। সাবেকি মরাঠি বিেয় বা নিকাহ করার বদলে খ্রিষ্টানদের রীতিতে বিয়ে করেন তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। লাল ফিশটেইল গাউনে দেখা গিয়েছে শিবানিকে এবং ফারহান পরেছিলেন কালো স্যুট। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নবদম্পতিকে অভিনন্দন বার্তায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। শনিবার সকাল থেকেই, হৃতিক রোশন এবং তার বাবা মা রাকেশ রোশন এবং পিঙ্কি রোশন, পরিচালক আশুতোষ গোয়ারিকর, সুরকার এহসান নুরানি, রিয়া চক্রবর্তী, আনুশা দান্ডেকার সহ সেলিব্রিটিরা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shibani Dandekar Javed Akhtar Dance: নববধূ শিবানির সঙ্গে জাভেদ আখতারের নাচ, ফারহানের বিয়েতে নজর কাড়ল শ্বশুর-বৌমা জুটি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল