প্রথমে শোনা যাচ্ছিল এই বিয়ের আসর বসবে জাভেদ আখতার ও শাবানা আজমির খান্ডালার ফার্মহাউজে। জানা যাচ্ছে ২১ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধছেন ফারহান (Farhan Akhtar wedding) ও শিবাণী। এমনই জানিয়েছিলেন বর্ষীয়ান গীতিকার তথা পাত্রের বাবা জাভেদ আখতার। তিনি বলেছিলেন, "হ্যাঁ বিয়েটা হচ্ছে। বিয়ের প্রস্তুতির দিকটা সামলাচ্ছে ওয়েডিং প্ল্যানাররা।"
আরও পড়ুন- লতা মঙ্গেশকরের গানের ৭৬০০ গ্রামোফোন রেকর্ড নিয়ে বিরাট কাজ ইন্দোরের ব্যক্তির
advertisement
করোনার কথা মাথায় রেখেই ঘনিষ্ঠদের নিয়ে বিয়ে সারবেন বলে জানিয়েছিলেন তিনি। জাভেদ আখতারের কথায়, "পরিস্থিতির কথা মাথায় রেখে এখন বড় করে আমরা কিছু করতে পারব না। তাই আমরা অল্প সংখ্যক মানুষকে নিমন্ত্রণ করব। খুব সাধারণ ভাবেই হবে। এখনও তো কাউকে নেমন্তন্নও করা হয়নি।"
আরও পড়ুন- গর্ভাবস্থা নিয়ে মিম, বডি-শেমিং! রেগে গিয়ে বিস্ফোরক পোস্ট কাজল আগরওয়ালের
বউমা অর্থাৎ শিবাণী সম্পর্কে ফারহান বলছেন, "ও খুব ভালো মেয়ে। আমরা সবাই ওকে খুব পছন্দ করি। সবচেয়ে জরুরি বিষয় হল ফারহান (Farhan Akhtar wedding) আর ও একসঙ্গে খুব ভালো আছে।"
অন্যদিকে শিবাণীর দিদি অনুষা দন্ডেকর পরিবারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে রয়েছেন হবু কনে শিবাণীও। এই বছরে বলিউড যে আরও একটি বড় রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে তা বলাই বাহুল্য। ২০১৮ সাল থেকে সম্পর্কে আছেন শিবাণী ও ফারহান। প্রায়ই পরস্পরের সঙ্গে দুজনে নানা রকমের ছবি পোস্ট করেন ফারহান ও শিবাণী।