Lata Mangeshkar : লতা মঙ্গেশকরের গানের ৭৬০০ গ্রামোফোন রেকর্ড নিয়ে বিরাট কাজ ইন্দোরের ব্যক্তির
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Lata Mangeshkar : সকলের জীবনের সঙ্গেই কোনও না কোনও ভাবে যেন জড়িয়ে আছে তাঁর গাওয়া অসংখ্য গান।
#ভোপাল: সরস্বতী বিসর্জনের দিনই জীবন্ত সরস্বতী অমৃতলোকে পাড়ি দিলেন। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) মৃত্যু নিয়ে এমনই বলছে মানুষ। রবিবার ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি গায়িকা। আপামর ভারতবাসী তাঁর প্রয়াণে শোকস্তব্ধ। সকলের জীবনের সঙ্গেই কোনও না কোনও ভাবে যেন জড়িয়ে আছে তাঁর গাওয়া অসংখ্য গান। বহু প্রজন্ম তাঁর গান শুনে অনুপ্রাণিত হয়েছে।
জানা যাচ্ছে, লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গানের রেকর্ড নিয়ে একটি বড় কাজ করে ফেলেছে মধ্য়প্রদেশের ইন্দোরের একটি মিউজিয়াম। সুরসম্রাজ্ঞীর গাওয়া গানের ৭৬০০ গ্রামোফোন রেকর্ডের সংগ্রহ রয়েছে এই মিউজিয়ামে। ২০০৮ সালে সুমন চৌরাসিয়া নামে এক ব্যক্তি ১৬০০ বর্গফুট জায়গা জুড়ে একটি মিউজিয়াম তৈরি করেন পিগদম্বর এলাকায়। তিনিই সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে ১৯৬৫ সাল থেকে গাওয়া লতা মঙ্গেশকরের গানের রেকর্ড তাঁর কাছে রয়েছে।
advertisement
advertisement
এই মিউজিয়ামের নাম লতা দীনানাথ গ্রামোফোন রেকর্ড মিউজিয়াম। এখানে প্রায় ৭৬০০ গ্রামোফোন রেকর্ড রয়েছে। সুমন চৌরাসিয়া বলছেন, "বসন্ত পঞ্চমীর পরের দিনই লতা দিদির প্রয়াণ বহু সঙ্গীতপ্রেমী মানুষকে গভীর ভাবে শোকাহত করেছে। ২০১৯ সালে আমি শেষ বার লতাদিদির সঙ্গে দেখা করি এবং তার পরে কোভিডের জন্য আর দেখা করতে পারিনি। লতা দিদি ৩২টি ভারতীয় ভাষা, বিদেশি ভাষা ও উপভাষায় গান গেয়েছেন। তাঁর বহু অল্পশ্রত গান এর মধ্যে আছে।"
advertisement
লতা মঙ্গেশকরের গানের রেকর্ড ছাড়াও এই মিউজিয়ামে আছে সুরসম্রাজ্ঞীর (Lata Mangeshkar) উপর তৈরি হওয়া কিছু বই, ছবি। প্রসঙ্গত, ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম লতা মঙ্গেশকরের। ইন্দোরের এক মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন সুরসম্রাজ্ঞী। ভাইবোনেদের মধ্যে তিনিই জ্যেষ্ঠা। লতা মঙ্গেশকরের বাবা ছিলেন একজন মারাঠি ও কোঙ্কণী সঙ্গীতজ্ঞ। নাম দীনানাথ মঙ্গেশকর। মায়ের নাম শেবন্তী।
advertisement
১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে গানের কেরিয়ার শুরু করেছিলেন লতা মঙ্গেশকর। প্রায় সাত দশক ধরে তিনি গানের জগত জুড়ে ছিলেন। অসংখ্য গান গেয়েছেন তিনি। শুধু হিন্দি ছবির জন্যই হাজারের বেশি গান গেয়েছেন লতা মঙ্গেশকর।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 07, 2022 2:58 PM IST