বিশেষ সূত্র জানা যায়, শোভন গাঙ্গুলী সারেগামাপা চ্যাম্পিয়ন হওয়ার পর সঙ্গীত নিয়ে তিনি চর্চা করছেন। আর এখন তার চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জঙ্গলমহলের বিভিন্ন লোকবাদ্য। ধামসা, মাদলের ছন্দের তাল লয়-সহ নানান বিষয়গুলি এসে প্রত্যক্ষ করার পাশাপাশি জঙ্গলমহলের আদিবাসীদের নানান ধরনের নাচ যেমন সারপা, ভুয়াং বিষয়ে গবেষণা করার পাশাপাশি একটি তথ্যচিত্র করবেন এমনটাই জানা গিয়েছে। আর এই গোটা বিষয়টি পরিচালনা করছেন অভিনেত্রী সায়নী সরকার।
advertisement
এদিন হাতিমারার মেলায় গিয়ে আদিবাসীদের নানান নাচ, গানগুলি ক্যামেরাবন্দী করেন। বেলপাহাড়ি ট্যুরিজমের মুখপাত্র ও গবেষক বিধান দেবনাথ বলেন এনারা বেলপাহাড়ির শিমুলপাল অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে গিয়ে তাদের নানান ধরনের সংস্কৃতি ও লোকবাদ্য যন্ত্রগুলি নিয়ে খোঁজ নেন। সেগুলিকে কীভাবে বাজানো হয়, তার কি কি বৈশিষ্ট্য রয়েছে, সে বিষয়ে জানার পর তার ছবি তোলেন। মূলত জঙ্গলমহলের লোকবাদ্য ও সাংস্কৃতিক আচার অনুষ্ঠান নিয়ে একটি তথ্যচিত্র তারা প্রকাশ করবেন।
এর পাশাপাশি জঙ্গলমহলের হাতি মারার মেলায় গিয়ে আদিবাসীদের নানান আচার অনুষ্ঠানগুলিকে তারা ক্যামেরাবন্দি করেন। যদিও বিষয়টি নিয়ে তারা কোনও সঠিক তথ্য দিতে চাননি। স্থানীয় সূত্র মারফত বিষয়টি জানা যায়। জঙ্গলমহলের লোকবাদ্য নিয়ে এই প্রথম কোনও তথ্যচিত্র সংগঠিত হতে চলেছে শোভন ও সোহিনীর হাত ধরে।
তন্ময় নন্দী