আলিয়া এবং রণবীরকে শুভেচ্ছা জানিয়েছে বিখ্যাত এই কনডোম ব্র্যান্ড। তাদের সাম্প্রতিকতম পোস্টটি অনলাইনে এখন সুপার ভাইরাল। বলাই বাহুল্য, নানা সময়েই এই কনডোম ব্র্যান্ডটি তার বিজ্ঞাপনের মাধ্যমে নিজেদের পণ্যটি নানাভাবে মানুষের সামনে তুলে ধরে। বিজ্ঞপন কৌশলের এই হাস্যরস এবং বুদ্ধিমত্তার সঠিক মিশ্রণের তারিফ করতেই হয়!
আরও পড়ুন- কীসের এত তাড়া? সাত পাক নয়, চটজলদি চার পাক ঘুরেই বিয়ে সারলেন রণবীর আলিয়া!
advertisement
পোস্টটিতে রণবীর কাপুরের ২০১৬ সালের চলচ্চিত্র অ্যায় দিল হ্যায় মুশকিলের একটি গান, চান্না মেরেয়ার উল্লেখ করা হয়েছে, কেবল বদলে দেওয়া হয়েছে একটি শব্দ। আর তাতেই বদলে গিয়েছে সমস্ত অর্থটাই!
“প্রিয় রণবীর এবং আলিয়া, মেহফিল মে তেরে হাম না রহে জো, Fun তো নহি হ্যায়!” নবদম্পতিকে উৎসর্গ করে ডিউরেক্সের পোস্টটি পড়ে সকলেই সংস্থার বিপণন কৌশলকে কুর্নিশ জানিয়েছেন!
এই হল সেই পোস্ট:
ডিউরেক্সের পোস্টটি নিমেষে ভাইরাল হয় ইন্টারনেটে।
আরও পড়ুন- বড় ঘোষণা বিবেক অগ্নিহোত্রীর! কাশ্মীর ফাইলসের পর আসছে ফাইল সিরিজের এই নতুন সিনেমা
রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল বাস্তুতে। এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেই থাকেন দম্পতি। বিয়েতে করিনা কাপুর, সইফ আলি খান, করিশমা কাপুর, আকাশ আম্বানি, শ্লোকা মেহতা, রিমা জৈন, রণধীর কাপুর এবং কাপুর ও ভাট পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আলিয়ার প্রিয় বান্ধবী আকাঙ্খা রঞ্জনও বিয়ের উৎসবে যোগ দেন।