TRENDING:

Durex Condom Wishes Ranbir Alia: রণবীর আলিয়াকে 'বিশেষ' শুভেচ্ছা জানাল এই কনডোম ব্র্যান্ড! নিমেষে ভাইরাল পোস্ট!

Last Updated:

Durex Condom Posts For Ranbir Alia Wedding: “প্রিয় রণবীর এবং আলিয়া, মেহফিল মে তেরে হাম না রহে জো, Fun তো নহি হ্যায়!” পোস্ট করেছে ডিউরেক্স কনডোম!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Durex Condom Wishes Ranbir Alia: আলিয়া ভাট এবং রণবীর কাপুর ১৪ এপ্রিল তাঁদের বাড়িতেই গাঁটছড়া বেঁধেছেন। বন্ধু, আত্মীয়স্বজন এবং অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় স্নাত এই তারকা দম্পতি৷ Amul এবং Zomato-র মতো ব্র্যান্ডগুলিও সোশ্যাল মিডিয়াতে দুর্দান্ত সব পোস্ট দিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে৷ তবে বাজি মাত করেছে ডিউরেক্স! হ্যাঁ, কনডোমের এই ব্র্যান্ড ফাজিল অথচ বুদ্ধিদীপ্ত এক শুভেচ্ছা বার্তা পোস্ট করে নববিবাহিত সেলিব্রিটি দম্পতিকে অভিনন্দন জানিয়েছে।
ডিউরেক্সের পোস্টটি নিমেষে ভাইরাল হয়
ডিউরেক্সের পোস্টটি নিমেষে ভাইরাল হয়
advertisement

আলিয়া এবং রণবীরকে শুভেচ্ছা জানিয়েছে বিখ্যাত এই কনডোম ব্র্যান্ড। তাদের সাম্প্রতিকতম পোস্টটি অনলাইনে এখন সুপার ভাইরাল। বলাই বাহুল্য, নানা সময়েই এই কনডোম ব্র্যান্ডটি তার বিজ্ঞাপনের মাধ্যমে নিজেদের পণ্যটি নানাভাবে মানুষের সামনে তুলে ধরে। বিজ্ঞপন কৌশলের এই হাস্যরস এবং বুদ্ধিমত্তার সঠিক মিশ্রণের তারিফ করতেই হয়!

আরও পড়ুন- কীসের এত তাড়া? সাত পাক নয়, চটজলদি চার পাক ঘুরেই বিয়ে সারলেন রণবীর আলিয়া!

advertisement

পোস্টটিতে রণবীর কাপুরের ২০১৬ সালের চলচ্চিত্র অ্যায় দিল হ্যায় মুশকিলের একটি গান, চান্না মেরেয়ার উল্লেখ করা হয়েছে, কেবল বদলে দেওয়া হয়েছে একটি শব্দ। আর তাতেই বদলে গিয়েছে সমস্ত অর্থটাই!

“প্রিয় রণবীর এবং আলিয়া, মেহফিল মে তেরে হাম না রহে জো, Fun তো নহি হ্যায়!” নবদম্পতিকে উৎসর্গ করে ডিউরেক্সের পোস্টটি পড়ে সকলেই সংস্থার বিপণন কৌশলকে কুর্নিশ জানিয়েছেন!

advertisement

এই হল সেই পোস্ট:

ডিউরেক্সের পোস্টটি নিমেষে ভাইরাল হয় ইন্টারনেটে।

আরও পড়ুন- বড় ঘোষণা বিবেক অগ্নিহোত্রীর! কাশ্মীর ফাইলসের পর আসছে ফাইল সিরিজের এই নতুন সিনেমা

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল বাস্তুতে। এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেই থাকেন দম্পতি। বিয়েতে করিনা কাপুর, সইফ আলি খান, করিশমা কাপুর, আকাশ আম্বানি, শ্লোকা মেহতা, রিমা জৈন, রণধীর কাপুর এবং কাপুর ও ভাট পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আলিয়ার প্রিয় বান্ধবী আকাঙ্খা রঞ্জনও বিয়ের উৎসবে যোগ দেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Durex Condom Wishes Ranbir Alia: রণবীর আলিয়াকে 'বিশেষ' শুভেচ্ছা জানাল এই কনডোম ব্র্যান্ড! নিমেষে ভাইরাল পোস্ট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল