সূত্রের খবর অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার ফিল্ম ডিস্ট্রিবিউশন সংস্থা 'বায়োস্কোপ ফিল্মস' ছবিটি আমেরিকায় দেখানোর সত্ত্ব পেয়েছে। জানা গিয়েছে, সব মিলিয়ে আমেরিকার প্রায় ২৫টিরও বেশি প্রদেশে ৭৫টি শহরে মুক্তি পাবে ছবিটি। এ ছাড়া শোনা যাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডার মতো দেশেও মুক্তি পাবে 'দোস্তজী'। যা নিঃসন্দেহে বাংলা ছবির ক্ষেত্রে একটি বড় সাফল্য।
advertisement
'দোস্তজী' তৈরি হয়েছিল পাঁচ বছর আগে। অনেক বাধাবিপত্তি পেরিয়ে নবীন পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় ছবিটি তৈরি করেছিলেন। তারপর লকডাউনে নানা কারণে মুক্তি পায়নি ছবিটি। অবশেষে ২০২২-এ দর্শকের দরবারে হাজির হতে পারে 'দোস্তজি'।
আরও পড়ুন: বাঙালি অভিনেত্রীর প্রেমে স্মিতা পাটিলের ছেলে, ছবি দিয়ে জল্পনার অবসান প্রতীকের
আরও পড়ুন: 'পাঠান' সফল হতেই বদলে গেল সুর! শাহরুখের গুণগান, বয়কট গ্যাংকে তুলোধনা বিবেকের
সীমান্তবর্তী এলাকার প্রত্যন্ত গ্রামের দুই ভিন্ন ধর্মের শিশুর অগাধ বন্ধুত্বের গল্প দর্শকদের মন জয় করে নেয়। প্রেক্ষাপটে রয়েছে নানা বিতর্কিত ঘটনা। কিন্তু এ ছবিতে সব কিছু ছাপিয়ে মুখ্য হয়ে উঠেছে গ্রামের দুই খুদের নির্ভেজাল বন্ধুত্ব ও ভালবাসা। 'দোস্তজী' শুধু কলকাতা ও শহরতলী নয়। মফস্বলে, গ্রামেগঞ্জে সর্বত্রই দর্শকদের হলে টানতে সফল হয়েছে ছবিটি।
বাংলার তিন খুদে শিশুশিল্পী আরিফ,আশিক ও হাসনুহানার অভিনয় এ বার দেখবে গোটা বিশ্ববাসী। ছবি মুক্তির গোড়াতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দোস্তজির পাশে দাঁড়িয়ে ছিলেন। এ দেশে তিনি ছবিটি উপস্থাপনা করেছিলেন। স্বয়ং অমিতাভ বচ্চন ছবিটির ট্রেলার শেয়ার করেছিলেন। তা হলে বোঝাই যাচ্ছে এহেন ছবি নিয়ে এদেশের মত বিদেশের দর্শকদের মধ্যে আগ্রহ থাকবে।