বলিউড ইন্ডাস্ট্রির পরিচালকদের মধ্যে অন্যতম নাম সুজিত সরকারের। তাঁর তৈরি চলচ্চিত্র মানেই নতুন ভাবনার বহিঃপ্রকাশ। অভিনেতা, অভিনেত্রীরা মুখিয়ে থাকেন তাঁর তৈরি সিনেমায় কাজ করার জন্য। এত বড় মাপের পরিচালক হওয়ার পরেও মাটির টানকে উপেক্ষা করতে পারেননা তিনি। মাঝে মধ্যে ছুটে আসেন আলিপুরদুয়ার জেলায়।
advertisement
হাতে কয়েকটা দিন সময় নিয়ে তিনি এসেছিলেন আলিপুরদুয়ার জেলায়। হঠাৎ করেই তাঁর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তিনি ভাগ করে নিলেন অনুভূতির কথা। সুজিত সরকারের কাছ থেকে জানা যায় তাঁর ছোটবেলা কেটেছে হাসিমারা বায়ু সেনা ছাউনির আবাসনে।ছোটবেলার দিনগুলি তাঁর কাছে উজ্জ্বল হয়ে ওঠে এই জেলায় এলে। নতুন কোনও স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে ইচ্ছে হলে তিনি চলে আসেন এই জেলায়। শান্তিতে ক’টা দিন এখানে থাকলে নতুন অনেক কাহিনি তাঁর মাথায় আসে।পাশাপাশি এই এলাকার বাঁশের তৈরি বিভিন্ন জিনিস তিনি কিনে নিয়ে যান। পরিচালক সুজিত সরকার জানান, ‘এই জেলায় শুধু প্রকৃতি আছে এমনটা নয়। রয়েছে বিভিন্ন জনজাতি তাঁদের কৃষ্টি ও সংস্কৃতি। একটি ডকুমেন্টারি করলেও কম হয়ে যাবে। এখানকার প্রকৃতি এতটাই সুন্দর যে যেখানে ক্যামেরা ধরা হবে তাই দেখতে সুন্দর লাগবে।’
এই জেলায় নতুন কোনও সিনেমার শ্যুটিং শুরু হবে কী না? সেই বিষয়ে মুখ খুলতে নারাজ পরিচালক সুজিত সরকার। তাঁর কথায় বার বার উঠে এসেছে জয়ন্তী ও জলদাপাড়ার নাম। দুটি স্থান তাঁর খুব পছন্দের। তিনি নতুন প্রজেক্টের কাজ শুরু করলে এই দুটি স্থান অনেকাংশ জুড়ে থাকবে বলে তিনি স্পষ্ট করেই জানিয়েছেন।





