ছবির প্রয়োজক রনি স্ক্রুওয়ালা৷ সবকিছু ঠিক থাকলে ২০২২ সালে মুক্তি পাবে এই ছবি। ছবির চিত্রনাট্যকার সুপ্রতীক সেন এবং অভিষেক চৌবে। তবে কে অভিনয় করবেন এই বিখ্যাত চরিত্রটি সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ট্যুইটারে আরএসভিপি মুভিস এই ছবির ঘোষণা করে বলে- ১৫০০-র বেশি গোল, অলিম্পিকে ৩টে সোনার পদক বিজয়ী এই কিংবদন্তী হকি খেলোয়ারের বায়োপিক তৈরী করতে পারা অত্যন্ত গর্বের বিষয়৷
advertisement
প্রসঙ্গত, শুধু ভারত নয়, বিশ্বের ইতিহাসের সেরা হকি খেলোয়াড় হিসাবে বিবেচিত হন মেজর ধ্যানচাঁদ। অলিম্পিকে ভারতে তিনটি সোনার পদক এনেছিলেন তিনি। দেশের হয়ে করেছেন ১৫০০-র বেশি গোল। তাঁর খেলায় মুগ্ধ হয়েছিলেন হিটলারও। ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কারও দেওয়া হয় তাঁর নামেই৷, তাঁর জন্মদিন ২৯ অগস্ট পালিত ভারতের ‘ন্যাশন্যাল স্পোর্টস ডে’।
এই ছবির কাজ করতে অত্যন্ত গর্বিত বোধ করছেন পরিচালক অভিষেক চৌবে ৷ ছবির বিষয়ে জানতে চাওয়া হলে একথা বলেন তিনি৷ তিনি আরও জানান ছবির কাস্টিং খুব শীঘ্রই করা হবে৷
