TRENDING:

আসছে ধ্যানচাঁদের বায়োপিক, পরিচালনায় অভিষেক চৌবে

Last Updated:

ছবির প্রয়োজক রনি স্ক্রুওয়ালা৷ সবকিছু ঠিক থাকলে ২০২২ সালে মুক্তি পাবে এই ছবি। ছবির চিত্রনাট্যকার সুপ্রতীক সেন এবং অভিষেক চৌবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডে একের পর এক বায়োপিক৷ স্পোর্টস নিয়েও বহু বায়োপিক হয়েছে বি-টাউনে৷ এবং বলিউডের পাইপলাইনে আছে আরও অনেক বায়োপিক৷ তবে হকি নিয়ে পর্দায় তুলে ধরবার প্রচেষ্টা দেখা যায়নি পরিচালকদের মধ্যে। তাই এবার অবশেষে সেই নতুনত্ব কাজ করার সাহস দেখালেন ‘উড়তা পঞ্জাব’ খ্যাত পরিচালক অভিষেক চৌবে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষিত হল ভারতের কিংবদন্তী হকি খেলোয়ার ধ্যানচাঁদের বায়োপিক।
advertisement

ছবির প্রয়োজক রনি স্ক্রুওয়ালা৷ সবকিছু ঠিক থাকলে ২০২২ সালে মুক্তি পাবে এই ছবি। ছবির চিত্রনাট্যকার সুপ্রতীক সেন এবং অভিষেক চৌবে। তবে কে অভিনয় করবেন এই বিখ্যাত চরিত্রটি সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ট্যুইটারে আরএসভিপি মুভিস এই ছবির ঘোষণা করে বলে- ১৫০০-র বেশি গোল, অলিম্পিকে ৩টে সোনার পদক বিজয়ী এই কিংবদন্তী হকি খেলোয়ারের বায়োপিক তৈরী করতে পারা অত্যন্ত গর্বের বিষয়৷

advertisement

প্রসঙ্গত, শুধু ভারত নয়, বিশ্বের ইতিহাসের সেরা হকি খেলোয়াড় হিসাবে বিবেচিত হন মেজর ধ্যানচাঁদ। অলিম্পিকে ভারতে তিনটি সোনার পদক এনেছিলেন তিনি। দেশের হয়ে করেছেন ১৫০০-র বেশি গোল। তাঁর খেলায় মুগ্ধ হয়েছিলেন হিটলারও। ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কারও দেওয়া হয় তাঁর নামেই৷, তাঁর জন্মদিন ২৯ অগস্ট পালিত ভারতের ‘ন্যাশন্যাল স্পোর্টস ডে’।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঝুড়ি ভরা মাছ, ঠোঁটে বাঁশি! রাঙাপানি বাজারে অন্যরকম ছবি, দেখেই দাঁড়িয়ে পড়েন অনেকেই
আরও দেখুন

এই ছবির কাজ করতে অত্যন্ত গর্বিত বোধ করছেন পরিচালক অভিষেক চৌবে ৷ ছবির বিষয়ে জানতে চাওয়া হলে একথা বলেন তিনি৷ তিনি আরও জানান ছবির কাস্টিং খুব শীঘ্রই করা হবে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
আসছে ধ্যানচাঁদের বায়োপিক, পরিচালনায় অভিষেক চৌবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল